Advertisement
Advertisement

Breaking News

ভোটগণনা

উত্তরবঙ্গ-জঙ্গলমহলে গেরুয়া ঝড়, দক্ষিণে মুখরক্ষা তৃণমূলের

কোনওমতে গড় রক্ষা অধীরের, বাংলা থেকে নিশ্চিহ্ন বামেরা।

Loksabha Election 2019 West Bengal results live updates
Published by: Sulaya Singha
  • Posted:May 23, 2019 8:17 am
  • Updated:May 24, 2019 10:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিয়াল্লিশে-৪২ হবে বলেই আশা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু প্রত্যাশা মতো ফল হল না ঘাসফুল শিবিরে৷ পরিবর্তে গোটা দেশজুড়েই মোদি ঝড়৷ পদ্মশিবিরের দাপটে মাত্র ২২টি আসন নিজের দখলে রাখতে পারল তৃণমূল৷ ১৮টি আসনে নিজেদের আধিপত্য বজায় রাখল বিজেপি৷ 

রাত ১১টা: শংসাপত্র হাতে পেলেন যাদবপুরের জয়ী তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী৷

Advertisement

Mimi

Advertisement

 

রাত ১০টা ৪৫:  বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে জয়ী তৃণমূলের তারকা প্রার্থী দেব৷ রাতে শংসাপত্র হাতে পান তিনি৷ 

Dev

রাত ১০টা ২৫: মালদহ দক্ষিণে তৃণমূল প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরি৷ 

রাত ৯টা ৩০:  বর্ধমান-দুর্গাপুরে জয়ী সংঘমিতা মমতাজ৷

রাত ৯টা ২৬: বিধানসভাওয়াড়ি ফলের নিরিখে রাজ্যের ১৫৮টি আসনে এগিয়ে তৃণমূল। আর বিজেপি এগিয়ে ১২৯টি আসনে। 

সন্ধে ৮টা ৩৬: ঝাড়গ্রামে পরাজিত তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন। জিতলেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। মালদহ উত্তরে হেরে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির।

সন্ধে ৮টা ১৫: বীরভূম লোকসভা কেন্দ্রে হ্যাটট্রিক করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হলেন তিনি।

SATABDI-ROY

সন্ধে ৮টা: বারাকপুরে জিতলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। দমদম থেকে ফের সাংসদ নির্বাচিত হলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়।

সন্ধে ৮: তমলুকে বিরাট ব্যবধানে জয়ী হন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী৷ 

সন্ধে ৭টা ৪৮: মুর্শিদাবাদের বহরমপুরে গড় রক্ষা করলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।  হুগলির আরামবাগে ফের জিতলেন তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার।

সন্ধে ৭টা ৪৬:  রায়গঞ্জেও জিতলেন গেরুয়া শিবিরের প্রার্থী দেবশ্রী চৌধুরি। আলিপুরদুয়ারে জয়ী বিজেপি প্রার্থী জন বারলা। কোচবিহারে জিতলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

সন্ধে ৭টা ৩৭:  মেদিনীপুরে হেরে গেলেন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। সাংসদ নির্বাচিত হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

সন্ধে ৭টা ৩৬:  বোলপুর কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী অসিত মাল। কাঁথিতে জিতলেন শিশির অধিকারী।

সন্ধে ৭টা ৩০: বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ পরাজিত হন৷ 

সন্ধে ৭টা ২৫: জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। মালদহ উত্তর থেকে নির্বাচিত হলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

সন্ধে ৭টা ২৫: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র।

সন্ধে ৭টা ২৫: কলকাতা উত্তর থেকে ফের জিতলেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। বারাসতে জিতলেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার।

সন্ধে ৭টা ৫: হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার।

বিকেল ৬টা ৫১: পুরুলিয়া কেন্দ্রটি হাতছাড়া তৃণমূলের। এ রাজ্যের শাসকদলের প্রার্থী মৃগাঙ্ক মাহাতোকে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।

বিকেল ৬টা ৪৮: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর কেন্দ্র থেকে ফের নির্বাচিত হলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। মথুরাপুরেও জিতলেন তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।

বিকেল ৬টা ৪৮:  হাওড়ায় জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরকে হারিয়ে জয়ী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

Shantanu Thakur

বিকেল ৬টা ৩১: দলবদলেও বাজিমাত। বিজেপি প্রার্থী হিসেবে ফের বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হলেন সৌমিত্র খাঁ।

বিকেল ৬টা ৩০:  এ রাজ্যে গেরুয়া ঝড়ের মাঝে শহরে ফিরলেন বিজেপি নেতা মুকুল রায়। কলকাতা বিমানবন্দরে তাঁকে ঘিরে উৎসবে মাতলেন বিজেপি সমর্থকরা।

বিকেল ৫টা ৪৮:  বাঁকুড়ায় হারলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। লক্ষাধিক ভোটে জিতলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। 

বিকেল ৫টা ৩৩:  রানাঘাট লোকসভা কেন্দ্রটি হাতছাড়া তৃণমূলের। রূপালি বিশ্বাসকে হারিয়ে জিতলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।

বিকেল ৫টা ২২: প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত। বসিরহাট থেকে বিপুল ভোট জিতলেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান। আসানসোল থেকে ফের জয়ী বাবুল সুপ্রিয়।

বিকেল ৫টা ১২:  দিনভর কংগ্রেস প্রার্থী আবু হেনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মুর্শিদাবাদ কেন্দ্রে জিতলেন তৃণমূল প্রার্থী আবু তাহের। যাদবপুরে জিতলেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী।

বিকেল ৫টা ০৯: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ফের এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া।

বিকেল ৪টে ৫৮: মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পরাজিত প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। জয়ী তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান।

বিকেল ৪টে ৫৪: বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল।

বিকেল ৪টে ৪৮: উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপনির্বাচনে ১৫ হাজারেরও বেশি ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইদ্রিশ আলি।

বিকেল ৪টে ৩৮: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ফের এগিয়ে তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা।

বিকেল ৪টে ২৯: দার্জিলিং লোকসভা কেন্দ্রটি ফের বিজেপির দখলে। জিতলেন রাজু সিং বিস্ত। 

বিকেল ৪টে ২৬: হুগলির আরামবাগ  লোকসভা কেন্দ্র থেকে পিছিয়ে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার।

বিকেল ৪টে ২৩: হাওড়ার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ।

দুপুর ৩টে৫৯:  বারাকপুর লোকসভা ফের সামান্য ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী। পিছিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং।

দুপুর ৩টে ৫৮ : ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী মদন মিত্র। ২৩ হাজার ভোটে জিতলেন অর্জুন-পুত্র পবন সিং।

দুপুর ৩টে ৪২: বসিরহাটে দু’লক্ষেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী নুসরত জাহান। জয়ের আনন্দে আবির খেললেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

দুপুর ৩টে ৩৩:  ঘাটাল থেকে ফের সাংসদ নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ১ লক্ষ ৮ হাজার ভোটে হারালেন তিনি।

দুপুর ৩টে ২৭: হুগলির লোকসভা কেন্দ্রে পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বিদায়ী সাংসদ রত্না দে নাগ। সাংসদ নির্বাচিত হলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

দুপুর ৩টে ২১: হাওড়ার উলুবেড়িয়া কেন্দ্রে থেকে অপরাজেয় ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ। 

দুপুর ৩টে ১৯: ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ফের সাংসদ হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দুপুর ৩টে ১৪:  কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে কার্যত জয়ের পথে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়।

দুপুর ৩টে: ইসলামপুর উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী আবদুল করিম চৌধুরী। উনিশ হাজারেরও বেশি ভোটে জয়ী তিনি।

দুপুর ২টো: বনগাঁ লোকসভা কেন্দ্রে কার্যত জয়ের পথে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। গাইঘাটায় মতুয়াদের ঠাকুরবাড়িতে আবির খেললেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

দুপুর ১টা ৩৮: লোকসভা ভোটে দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১টা ৩৪ মিনিট: বালুরঘাটে ফের পিছিয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। ৪ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

দুপুর ১টা ৩৩: মেদিনীপুর কেন্দ্রে ফের এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পিছিয়ে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া।

দুপুর ১টা ২৬: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এখনও এগিয়ে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া। বর্ধমান শহরে দলের জেলা দপ্তরের সামনে উল্লাস বিজেপি কর্মী-সমর্থকদের।

দুপুর ১টা ০৩: মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। পিছিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

দুপুর ১২টা ৪৭: কোচবিহারে ফের এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী  নিশীথ প্রামাণিক। পিছিয়ে তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী।

দুপুর ১২টা ৪০: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এগিয়ে তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। তমলুকে এগিয়ে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী।

দুপুর ১২টা ৩০:  রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ফের এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।

দুপুর ১২টা ২৭: বারাকপুরে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল-বিজেপির। আপাতত এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং।

দুপুর ১২টা ২৫: রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ফের এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। পিছিয়ে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।

সকাল ১১টা ৪২: বারাকপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। পিছিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং।

সকাল ১১টা ৩৬: দমদম লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়। পিছিয়ে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য।

সকাল ১১টা ২২: হুগলি লোকসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী রত্না দে নাগ। এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

সকাল ১১টা ১৭: রানাঘাট লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। পিছিয়ে তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাস।

সকাল ১১টা ১৬:  রায়গঞ্জে ফের এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরি। পিছিয়ে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল।

সকাল ১১টা ১৫: হাওড়ার উলুবেড়িয়া কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। হাওড়া লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। মথুরাপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী চৌধুরি মোহন জাটুয়া।

সকাল ১১টা০৬:  আসানসোল লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বুক ধড়ফড়ানি শুরু তৃণমূল প্রার্থী মুনমুন সেনের।

সকাল ১০টা ৫২:  মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী মৌসম  বেনজির নূর। এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মূর্মূ।

সকাল ১০টা ৪৬: বালুরঘাট লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। পিছিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

সকাল ১০টা ৪৪: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। পিছিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।

সকাল ১০টা ৪১:  মালদহ দক্ষিণে লোকসভা কেন্দ্রে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রচৌধুরী। পিছিয়ে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী।

সকাল ১০টা ৩৯: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার।

সকাল ১০টা ৩৯:  কোচবিহারে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী। পিছিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। 

সকাল ১০টা ৩৪: দার্জিলিং কেন্দ্রে এখনও পর্যন্ত এগিয়ে বিজেপি প্রার্থী রাজু সিং বিস্ত। উল্লাসে মাতলেন দলের কর্মী-সমর্থকরা।

সকাল ১০টা ৩১: বসিরহাট কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী নুসরত জাহান। যাদবপুরে এগিয়ে মিমি চক্রবর্তী।

সকাল ১০টা ২৭: কোচবিহার শহরের হাজরা পাড়া এলাকায় বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে থেকে ১২ টি বোমা উদ্ধার। 

সকাল ১০টা ২০: বহরমপুরে ফের এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পিছিয়ে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার।

সকাল ১০টা ১৮:  রায়গঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। পিছিয়ে  বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।

সকাল ১০টা ১৪: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ফের এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সকাল ১০টা ১১:  মুর্শিদাবাদ কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-তৃণমূলের। আপাতত এগিয়ে তৃণমূল প্রার্থী আবু তাহের।

সকাল ১০টা ১০: মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পিছিয়ে তৃণমূস কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া।

সকাল ১০টা ০৬:  মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী আবু হেনা। পিছিয়ে  গেলেন তৃণমূল প্রার্থী আবু তাহের।

সকাল ১০টা ০৫: পুরুলিয়া কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী মৃৃগাঙ্গ মাহাতো। ৮ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো।

সকাল ১০টা ০৩: বীরভূমে কেন্দ্রে ফের এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

সকাল ১০টা: হুগলির শ্রীরামপুরে লোকসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  এগিয়ে বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার।

সকাল৯টা ৫৮: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পিছিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মমমতাজ সংঘমিতা। এগিয়ে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া।

সকাল ৯টা ৫৬: বাঁকুড়ায় ফের পিছিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। এগিয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকার।

সকাল ৯টা ৫৬: বনগাঁ লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

সকাল ৯টা ৫৫: জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়।

সকাল ৯টা ৫২ : ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম।

সকাল ৯টা ৫২: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

সকাল ৯টা ৫২: বীরভূম লোকসভা কেন্দ্রে পিছিয়ে গেলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এগিয়ে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল।

সকাল ৯টা ৪১: মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান।

সকাল ৯টা ৩৯: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সকাল ৯টা ৩৮: প্রথম রাউন্ডের শেষে বাঁকুড়ায় এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।

সকাল ৯টা ২৭:  কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যা। কলকাতা দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়।

সকাল ৯টা ২৬:  ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগিয়ে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়।

সকাল ৯টা ১৪: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা।

সকাল ৯টা ১৩: মালদহ উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর।

সকাল ৯টা ১০:  রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। পোস্টালে ব্যালটে পিছিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।

সকাল ৯টা ০৩: সফটওয়্যার  কাজ করছে না। পূর্ব মেদিনীপুরের কাঁথি কলেজের গণনাকেন্দ্রে এখনও শুরু হয়নি পোস্টাল ব্যালট গণনা।  

সকাল ৯টা:  বাঁকুড়া লোকসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।

সকাল ৯টা: বারাসত লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার।

৮টা ৫২ মিনিট: পোস্টাল ব্যালটে আসানসোলে লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। পিছিয়ে তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

সকাল ৮টা ৪৮ মিনিট: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী আবু তাহের।

সকাল ৮টা ৪৭: বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল।

সকাল ৮টা ৪২ মিনিট: জয়নগর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল।

সকাল ৮টা ৪০ মিনিট: কোচবিহারে এগিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

সকাল ৮টা ৩৯ মিনিট: প্রথম রাউন্ডের গণনা শেষে পিছিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এগিয়ে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার।

সকাল ৮টা ৩২ মিনিট:  বীরভূম লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

সকাল ৮টা ৩০ মিনিট: ঘাটাল লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

সকাল ৮টা ২৯: বোলপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল।

সকাল ৮টা ২৬ মিনিট: পোস্টাল ব্যালটে মালদহ দক্ষিণে এগিয়ে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরি।

সকাল ৮টা ২২:  পোস্টালে ব্যালটে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী জন বারলা। দু’হাজার ভোটে এগিয়ে তিনি।

সকাল ৮টা ১৮ মিনিট:  পোস্টাল ব্যালটে দার্জিলিংয়ে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু সিং বিস্ত।

সকাল ৮.১০ মিনিট:  বাংলার ভোটের প্রথম ট্রেন্ড আমাদের হাতে। জলপাইগুড়িতে এগিয়ে তৃণমূল প্রার্থী বিজয়কৃষ্ণ বর্মণ। দার্জিলিং এবং কোচবিহারে এগিয়ে বিজেপি। 

সকাল ৮টা: গণনা শুরু হল। রাজ্যের ৪২ আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ শুরু। প্রথমে গোনা হবে পোস্টাল ্ ব্যালট।

সকাল ৭.৪০ মিনিট: স্ট্রং রুমের সামনে কড়া নিরাপত্তা বলয়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। 

সকাল ৭.৩০ মিনিট:  আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোটগণনা। ইতিমধ্যেই স্ট্রং রুমে আনা শুরু হয়েছে ইভিএম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ