Advertisement
Advertisement

Breaking News

জিও

এবার বিশ্বকাপের ম্যাচ বিনামূল্যে লাইভ দেখুন Jio টিভিতে

জেনে নিন প্যাকটির খুঁটিনাটি৷

Jio cricket season data pack brings world cup matches free streaming
Published by: Sayani Sen
  • Posted:June 6, 2019 5:06 pm
  • Updated:June 6, 2019 5:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা দেশ৷ কিন্তু তা বলে তো আর অফিসে ছুটি নেই৷ আর অফিস যাওয়া মানেই যেতে-আসতে বিস্তর সময় নষ্ট৷ তখন তো আর বাড়িতে বসে টিভিতে খেলা দেখার উপায় নেই৷ এদিকে, একের পর এক ওভার শেষ হয়ে যাচ্ছে৷ আপনার মন বাইশ গজেই পড়ে রয়েছে৷ না পারছেন খেলা দেখতে আর না মন বসছে কাজে৷ বিভিন্ন অ্যাপের উপরেই ভরসা রাখতে হচ্ছে৷ কিন্তু তাতে আর মন ভরছে কই? তার চেয়ে বরং অ্যাপের ভরসা ছাড়ুন৷ মোবাইল বা ট্যাবলেটেই লাইভ খেলা দেখা শুরু করুন৷ গ্রাহকদের সমস্ত সুবিধা করে দিচ্ছে জিও৷

[ আরও পড়ুন: এবার অ্যাপেই জেনে নিন কতটা দূষিত আপনার চারপাশ]

বিশ্বকাপের ম্যাচগুলি লাইভ দেখতে আর HotStar-এর মেম্বারশিপেরও প্রয়োজন হচ্ছে না৷ কারণ জিও টিভিতেই লাইভ সমস্ত ম্যাচ দেখা যাচ্ছে৷ নিজের পছন্দের ভাষায় স্টার স্পোর্টসের চ্যানেল বেছে নিয়ে ম্যাচ লাইভ দেখুন জিও টিভিতেই৷ এটি করার জন্য HotStar-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে জিও। গ্রাহকরা জিও টিভি অ্যাপের মাধ্যমে ম্যাচগুলি দেখতে পাবেন। হটস্টারের ফিডই সরাসরি দেখা যাবে জিও টিভিতে। তবে এই স্ট্রিমিং-এর জন্য আপনার ডেটা প্যাকের থেকে ডেটা কেটে নেওয়া হবে।  

Advertisement

[ আরও পড়ুন: ইন্টারনেট ডেটা বেশি খরচ করেন? এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ]

লাইভ ম্যাচ দেখার জন্য প্রয়োজন অনেক বেশি ডেটার৷ তাই গ্রাহকদের সুবিধার জন্য নতুন ক্রিকেট সিজন ডেটা প্যাকও নিয়ে এল জিও৷ মাত্র ২৫১ টাকা খরচ করে ৫১ দিনের জন্য ১০২ জিবি ফোর-জি ডেটা দিচ্ছে এই টেলিকম সংস্থা৷ Jio Cricket Season Data Pack-এর মাধ্যমে যেকোনও সময় যেকোনও ম্যাচ লাইভ দেখুন জিও টিভি অ্যাপে৷ জিও ক্রিকেট প্লে অ্যালং এবং রিলায়েন্স জিও-র ফ্যান্টাসি ক্রিকেট গেমও খেলাটা সহজ৷ ম্যাচের ফলাফল কী হবে তা ঠিকঠাক করলেই এই খেলায় Rewards Point জেতাও সম্ভব৷ এই প্যাকে ক্রিকেট ছাড়াও ইন্টারনেটে অন্যান্য প্রয়োজন মেটানো যাবে। তাই আর দুশ্চিন্তা না করে বিশ্বকাপ দেখতে দেখতে আপনার পছন্দের দলের জন্য গলা ফাটান৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ