Advertisement
Advertisement

Breaking News

গড়িয়া স্টেশন

রাতের দুষ্কৃতী হামলায় উত্তেজনা গড়িয়ায়, বন্ধ তিনরুটের বাস পরিষেবা

বন্ধ গড়িয়া স্টেশন থেকে বাগবাজার, পাইকপাড়া ও হাওড়ার বাস৷

Goons allegedly attacked on Goria Bus stand, owner called on strike
Published by: Tanujit Das
  • Posted:June 16, 2019 11:10 am
  • Updated:June 16, 2019 11:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গড়িয়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে দুষ্কৃতী হামলা৷ শনিবার রাতে ভাঙচুর চালানো হয়েছে একাধিক বাসে৷ লুট করা হয়েছে বাস মালিকদের টাকা৷ প্রতিবাদে রবিবার সকাল থেকেই তিনটি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা৷ ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা৷

[ আরও পড়ুন: স্মৃতিশক্তি লোপ পাচ্ছে পরিবহর, দাবি জুনিয়র চিকিৎসকদের]

Advertisement

মালিকপক্ষের অভিযোগ, শনিবার রাতে গড়িয়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ তাদের প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল৷ বাইকে চেপে এসে, অতর্কিতে রড-লাঠি নিয়ে তারা হামলা চালায় বাসস্ট্যান্ডে৷ ভাঙা হয় ৫০টিরও বেশি দাঁড়িয়ে থাকা বাস ও মিনিবাস৷ লুট করা হয় মালিকদের টাকা পয়সা৷ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ এর বিরুদ্ধে সরব হন মালিক থেকে শুরু করে বাস কর্মীরা৷ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকেই তিনরুটের বাস বন্ধ রেখেছেন মালিকরা৷ বন্ধ রয়েছে গড়িয়া স্টেশন-বাগবাজার, গড়িয়া স্টেশন-পাইকপাড়া রুটের বাস চলাচল৷ চলছে না গড়িয়া স্টেশন-হাওড়া রুটের মিনিবাসও৷

Advertisement

[ আরও পড়ুন: এনআরএস কাণ্ড LIVE: রবিবার সকাল ১০টায় বৈঠকে বসছেন আন্দোলনরত চিকিৎসকরা ]

কারা, কী জন্য এই হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনও ধন্দে রয়েছেন বাস মালিকরা৷ কোনও সদুত্তর খুঁজে পাচ্ছেন না তাঁরা৷ তাঁদের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে৷ এবং এই ঘটনার কোনও প্রতিকার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা৷ মালিকপক্ষের এই কর্মবিরতির জেরে চরম অসুবিধার মুখে পড়েছেন যাত্রীরা৷ সকাল থেকে বাস না পেয়ে নাজেহাল অবস্থা তাঁদের৷ নাকাল যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে৷ কবে এই সমস্যার সমাধান হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে যাত্রীদের মধ্যে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ