Advertisement
Advertisement
রেস্তরাঁ

সম্পর্কে জড়াতে নয়, ফ্রিতে খাবার খেতেই রেস্তরাঁয় ডেটিংয়ে যান অধিকাংশ তরুণী!

নয়া সমীক্ষায় দাবি গবেষকদের৷

Study says, One third of women go to restaurant on a date for free meal

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:June 27, 2019 9:03 pm
  • Updated:June 27, 2019 9:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে পড়ছে আপনার মনের মানুষের সঙ্গে প্রথম দিন দেখা করার কথা? নিশ্চয়ই কথা বলতে বলতে কোনও রেস্তরাঁয় গিয়ে বসেছিলেন? খাওয়াদাওয়া, হাতে হাত৷ ব্যস! তারপর থেকে একই পথে পথচলা শুরু৷ তবে শুধু আপনি নন, বেশিরভাগ মানুষই প্রথম সাক্ষাতের জন্য রেস্তরাঁকে বেছে নেন৷ কিন্তু তা বলে সব প্রেমই যে পরিণতি পায়, তা ভাবা কিন্তু ঠিক নয়৷ সমীক্ষা বলছে প্রেমের গাড়ি দুরন্ত গতিতে ছোটার পরিবর্তে নাকি থেমে যাওয়ার প্রবণতাই সবচেয়ে বেশি৷ শুধুমাত্র ভাল খাবার খাওয়ার জন্য এক তৃতীয়াংশ মহিলাই নাকি প্রথম সাক্ষাতের জন্য রেস্তরাঁকে বেছে নেন৷

[ আরও পড়ুন: কন্ডোম ছাড়াই সুরক্ষিত যৌনমিলন! জানেন কীভাবে?]

আজুসা প্যাসিফিক ইউনির্ভাসিটির তরফে ৮২০জন তরুণীকে নিয়ে একটি সমীক্ষা করা হয়৷ বেশ কয়েকটি প্রশ্নও তৈরি করেছিলেন গবেষকরা৷ প্রথম সাক্ষাতের জন্য কেন রেস্তরাঁকে বেছে নেওয়া হয়, মূলত সেই প্রশ্নই করা হয় তরুণীদের৷ বেশিরভাগ মহিলাই উত্তরে বলেছেন, প্রথম সাক্ষাতের আগে নাকি মন দেওয়া নেওয়া নিয়ে এত কিছু ভাবেননি তাঁরা৷ রেস্তরাঁয় বসেও গল্পগুজবের সময় কিছুই ভাবেননি৷ পরিবর্তে রেস্তরাঁর খাবার নিয়ে ভেবেছেন৷ রেস্তরাঁ থেকে ফিরে আসার পর হয়তো ওই যুবককে মনের মানুষ হিসাবে বেছেও নেননি অনেকেই৷ সেই ডেটিংয়ের কথাও হয়তো ভুলে গিয়েছেন৷ কিন্তু খাবার কিংবা রেস্তরাঁর কথা ভুলতে পারেননি আজও৷

Advertisement

[ আরও পড়ুন: সঙ্গী ছাড়াই যৌনসুখ! সিঙ্গলদের জন্য তুলনাহীন এই ‘লিপস্টিক’ ভাইব্রেটর]

আরও নিশ্চিত হতে ৩৫৭ জন মহিলাকে নিয়ে পৃথক একটি সমীক্ষা করা হয়৷ তাতেও কিন্তু উত্তর আসে প্রায় একইরকম৷ গবেষকদের দাবি, অনেক মহিলাই অকপটে স্বীকার করে নেন বন্ধু-বান্ধবীদের সঙ্গে রেস্তরাঁয় গিয়ে খাবার খাওয়া যেতেই পারে৷ সেক্ষেত্রে খরচ দিতে হবে নিজেকেই৷ কিন্তু রেস্তরাঁয় প্রথম সাক্ষাত করতে গেলে ভাল খাবার খাওয়া যাবে বিনামূল্যেই৷ তাই প্রেম প্রস্তাব পাওয়ার পর প্রথম সাক্ষাতের জন্য রেস্তরাঁকেই বেছে নিয়েছেন তরুণীরা৷

Advertisement

গবেষকদের দাবি মেনে চললে রেস্তরাঁয় গিয়ে খরচের আগে দু’বার ভাবুন, উলটো দিকের যে মানুষটির জন্য খরচ করছেন তিনি আদৌ মন বিনিময়ের জন্যই রেস্তরাঁয় গিয়েছেন নাকি ভাল খাবার খাওয়াই তাঁর লক্ষ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ