Advertisement
Advertisement
ভাটপাড়া

সোমবার রাতে ফের বোমাবাজি, উত্তপ্ত ভাটপাড়ায় গ্রেপ্তার চার দুষ্কৃতী

থমথমে ভাটপাড়ায় বন্ধ স্কুল, তল্লাশিতে উদ্ধার ৫০টি তাজা বোমা৷

Violence torn Bhatpara witnesses turbulence again

ছবি প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:July 16, 2019 3:21 pm
  • Updated:July 16, 2019 5:00 pm

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: সোমবার রাত থেকে ফের উত্তপ্ত ভাটপাড়া৷ স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে এলাকার একাধিক এলাকায় আবারও বোমাবাজি করেছে দুষ্কৃতীরা। এদিন রাত সাড়ে ন’টা নাগাদ প্রথমে ৪ নম্বর গলি এবং তারপর ৫ নম্বর রেলওয়ে সাইডিংয়ে বোমাবাজি করে দুষ্কৃতীরা। কিছুক্ষণের মধ্যেই আবারও ভাটপাড়া মোড়ে বোমাবাজি শুরু হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হন৷ সূত্রের খবর, বোমা ছোঁড়ার ঘটনায় জড়ির থাকায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের আজই তোলা হবে আদালতে৷

[ আরও পড়ুন: ফেসবুক থেকে প্রেম, কুলটির হ্যাপির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন স্পেনের ভেরোনিকা ]

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাত থেকে ফের অশান্ত হয়ে উঠেছে ভাটপাড়া৷ এলাকায় এলাকায় বোমাবাজি করছে দুষ্কৃতীরা৷ লুটপাট চালানো হচ্ছে স্থানীয়দের বাড়িতে৷ দুষ্কৃতী তাণ্ডব রুখতে প্রশাসন তৎপর হলেও, কোনও কোনও ক্ষেত্রে তাঁদের নাকের ডগায় হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা৷ ইতিমধ্যে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷ বন্ধ রয়েছে এলাকার সমস্ত স্কুল, দোকান-পাট, বাজার৷ এলাকার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেটিং৷ সূত্রের খবর, এলাকার অতি স্পর্শকাতর জায়গাগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ সেই তল্লাশি অভিযানেই এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৫০টিরও বেশি বোমা৷ এবং গ্রেপ্তার হয়েছে পাঁচ দুষ্কৃতী৷ মঙ্গলবারই এদের আদালতে তোলা হবে৷

Advertisement

প্রসঙ্গত, নিরাপত্তা ঘেরাটোপকে তোয়াক্কা না করেই, সোমবার ভাটপাড়া পুর হাসপাতালে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা৷ লণ্ডভণ্ড করে দেওয়া হল হাসপাতালের নিচের তলা৷ হামলা করা হল হাসপাতালের কর্মী ও রোগীর পরিজনদের উপর৷ ঘটনায় গুরুতর জখম হন দু’জন৷ আতঙ্ক তাঁদের এতটাই গ্রাস করেছে যে, ভয়ে হাসপাতাল ছাড়েন অনেক রোগী৷ যাঁরা থেকে গিয়েছেন, তাঁরাও প্রহর কাটাচ্ছেন প্রবল আশঙ্কায়৷ জানা গিয়েছে, ওইদিন সকালে অতর্কিতে ভিতরে ঢুকে ভাঙচুর করতে শুরু করে একদল দুষ্কৃতী৷ প্রথমেই হামলা করা হয় রিসেপশনে৷ নিশানা করা হয় প্রসূতি বিভাগকেও৷ মারধর করা হয় নার্স, হাসপাতালের কর্মী, রোগীর পরিজনদের৷ লুঠ করা হয় টাকাপয়সা৷ ঘটনাকে কেন্দ্র করে রোগীদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়৷ পরে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়৷ তৎপরতায় দুষ্কৃতীমুক্ত হয় হাসপাতাল চত্বর৷

[ আরও পড়ুন: দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আমতা, ঘাতক লরিতে আগুন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ