Advertisement
Advertisement

Breaking News

বিষ

নীলাভ জলের আকর্ষণে লুকিয়ে বিষ, স্পেনের সমুদ্রে নেমে অসুস্থ অনেকে

স্পেনের 'মন্তে নেমে' সৈকত নিয়ে পর্যটকদের সতর্ক করেছে প্রশাসন৷

People fall ill after swimming toxic water by the Monte Neme beach,Spain
Published by: Sucheta Sengupta
  • Posted:July 22, 2019 8:36 pm
  • Updated:July 22, 2019 8:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীলাভ জলরাশি, দারুণ সমুদ্রতট৷ ছবির মতো সুন্দর৷ সোশ্যাল মিডিয়ায় এসব ছবি নেটিজেনদের অধিকাংশের মনেই দোলা লাগিয়েছিল৷ সেই টানে অনেকেই পাড়ি দিয়েছেন স্পেনের ‘মন্তে নেমে’ সৈকতে৷ কিন্তু সেই নীল জলরাশিতে সাঁতার কেটেই যত বিপত্তি৷ একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে৷ কী তার রহস্য?

[আরও পড়ুন: খোঁজ মিলল ৯ হাজার বছর পুরনো ‘রহস্যময়’ বসতির]

স্থানীয় পরিবেশবিদরা জানাচ্ছেন, আসলে ‘মন্তে নেমে’ সৌন্দর্যের নেপথ্যে বিষাক্ত বর্জ্র৷ তাই জলের এমন আকর্ষণীয় শোভা৷ এমনকী স্থানীয় ভাষায় ‘মন্তে নেমে’ এলাকাকে তেজস্ক্রিয়তার প্রভাবে বিষাক্ত রাশিয়ার চেরনোবিলের সঙ্গে তুলনা করে বলা হয় ‘গালিসিয়ান চেরনোবিল’৷ এখানকার জলে একাধিক রাসায়নিক, তেজস্ক্রিয়-সহ নানা ধরনের বর্জ্র মিশে রয়েছে৷ সেসবের প্রভাবেই জলের রং এমন নীল৷ কিন্তু আদতে তা বিষাক্ত৷ এই গূঢ় সত্য বিদেশি পর্যটকদের কাছে অজ্ঞাত৷
ছবির মতো সুন্দর তট দেখে মন্তে নেমে ছুটে যান বহু বিদেশি পর্যটক৷ জলে নেমে সেখানে সাঁতার কাটার ফলে একে একে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা৷ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহে দু’জন অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি৷ বমি, ত্বকের সমস্যা দেখা দিয়েছে তাঁদের৷ কেউ কেউ ডায়রিয়াতেও আক্রান্ত হয়েছেন৷ এই খবর ছড়িয়ে পড়তেই সতর্ক হয়ে গিয়েছেন অন্যান্য পর্যটকরা৷ তাঁদের জন্য স্থানীয় প্রশাসনের পরামর্শ, সৈকতে আসুন, ঘুরে বেড়ান, ছবি তুলুন৷ কিন্তু জলের সংস্পর্শে আসবেন না৷

Advertisement

[আরও পড়ুন: আক্রান্ত হিন্দু পুরোহিত, মাঝরাস্তায় মেরে ফাটিয়ে দেওয়া হল মুখ]

স্পেনে ঘুরতে গিয়ে এমন এক আকর্ষণীয় সৈকত থেকে স্রেফ ঘুরে আসতে হবে! একথা শুনেই হতাশ পর্যটকের দল৷ কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কে-ই বা আর অসুস্থ হতে চান? তাই মন কিছুটা খারাপ হলেও, মন্তে নেমে প্রশাসনের সতর্কবার্তা অনুযায়ীই কাজ করতে হচ্ছে৷ যাচ্ছেন, ঘুরছেন, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ডে সেলফি তুলছেন আর ফিরে আসছেন৷ বিষ বড় বালাই যে!

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ