Advertisement
Advertisement

Breaking News

বাতিল পোশাক

বাতিল পোশাকেই হয়ে উঠুন মোহময়ী, পথ দেখালেন ফ্যাশন ডিজাইনার রেট

ভারত-বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থা তাঁর কাছ থেকে পোশাক কেনেন৷

Estonia's fashion designer makes new dress form old garments
Published by: Sayani Sen
  • Posted:August 17, 2019 7:13 pm
  • Updated:August 17, 2019 7:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় ড্রেসটা ছোট হয়ে গিয়েছে? বা ছিঁড়ে যাওয়ায় পোশাকটি বাতিল করে দিতে কষ্ট হচ্ছে? সেটাই স্বাভাবিক৷ কিন্তু জানেন কি, বাতিল পোশাককেও ঠিকমতো ব্যবহার করতে পারলে আপনি হয়ে উঠতে পারেন মোহময়ী? সেই পথই দেখালেন এস্টোনিয়ার ফ্যাশন ডিজাইনার রেট আউস৷ ভারত এবং বাংলাদেশ থেকে বাতিল পোশাক সংগ্রহ করে আবার তাকে নতুন রূপ দেওয়াই কাজ রেটের৷ অর্থ উপার্জনের পাশাপাশি এভাবে স্বচ্ছতা অভিযানে ব্রতী এই ফ্যাশন ডিজাইনার৷

[আরও পড়ুন: পুজোয় হয়ে উঠুন সেলিব্রিটি, সুন্দর কটিদেশে শোভা পাক ট্রেন্ডিং ‘ফ্যানি প্যাক’]

ভারত এবং বাংলাদেশে পোশাক শিল্পে প্রায় প্রতিদিনই প্রচুর পরিমাণ কাপড় বাতিল করা হয়৷ শিল্পাঞ্চলগুলিতে ঘুরলে দেখা যায়, ওই উদ্বৃত্ত কাপড় পুড়িয়ে নষ্ট করা হচ্ছে৷ তার ফলে পরিবেশের ষোল আনা ক্ষতি আটকানো যাচ্ছে না৷ 

Advertisement

এই সমস্যা ভাবিয়ে তোলে ইউরোপের এস্টোনিয়ার ফ্যাশন ডিজাইনার রেট আউসকে৷ তাই বাতিল ওই কাপড় নিয়ে নতুন ধরনের ফ্যাশন ট্রেন্ড তৈরির চেষ্টা করলেন রেট৷ তিন বছর আগে রেট আউস ‘আপমেড’ নামের একটি প্রকল্প নেন৷ ওই প্রকল্পে বহু পোশাক প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে বাতিল কাপড় নিয়ে নেওয়ার অঙ্গীকার করেন রেট৷ অংশগ্রহণকারী কোম্পানিকে একটি বিবৃতি দিতে হবে এবং প্রতি মাসে তাঁকে কারখানা থেকে উদ্বৃত্ত কাপড়ের বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে৷ ফলে তিনি সহজেই পরিকল্পনা করতে পারবেন৷

Advertisement

[আরও পড়ুন: ত্বকের তারুণ্য ধরে রাখতে স্নানের সময় এই ভুলগুলি ভুলেও করবেন না]

রেট আউস বলেন, ‘‘যখন উৎপাদন শুরু করি তখনই আমরা জানতে পারি বর্জ্যের পরিমাণ কী হবে, কোন ধরনের উপাদান পাওয়া যাবে৷ আমরা ব্যবসার হিসাবপত্রও করে ফেলি৷ উদ্বৃত্ত কাপড় দিয়ে আমরা কত পরিমাণ ব্লাউজ, প্যান্ট বা অন্যান্য পোশাক তৈরি করতে পারব তা ঠিক করে নেওয়া হয়৷’’ টালিনের কাছে একটি পোশাকের দোকানও রয়েছে তাঁর৷ সেখানেই বাতিল কাপড় দিয়ে তৈরি করা পোশাক বিক্রি করেন রেট৷ এছাড়াও ভারত এবং বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থাতেও রেট তাঁর হাতে তৈরি পোশাক বিক্রি করেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ