Advertisement
Advertisement
মেট্রো রেল

ব্যস্ত সময়ে দমদম স্টেশনে মেট্রো বিভ্রাট, দরজা খুলেই ছুটল এসি রেক

খোলা দরজা পাহারা দিল আরপিএফ৷

metro runs with open door in dumdum station passenger paniced
Published by: Tanujit Das
  • Posted:August 21, 2019 11:51 am
  • Updated:August 21, 2019 11:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে ফের মেট্রোয় বিভ্রাট৷ এসি রেকের একটি দরজা খোলা রেখে, আরপিএফের নিরাপত্তায় যাত্রীদের নিয়ে ছুটল ট্রেন৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনা ছড়াল ১০টা ৩৬ মিনিটের দমদম থেকে কবি সুভাষগামী একটি মেট্রোয়৷ ঘটনায় যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার করেছেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷ তবে ব্যস্ততা এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই আরপিএফের তত্ত্বাবধানে মেট্রোটি ছাড়া হয়েছে বলে সাফাই দিয়েছেন তিনি৷

[ আরও পড়ুন: চলন্ত বাসে যৌনাঙ্গ দেখিয়ে মহিলার শ্লীলতাহানি! চাঞ্চল্য কলকাতায় ]

Advertisement

জানা গিয়েছে, ১০টা ৩৬ মিনিটের মেট্রোটি দমদম কারশেড থেকে স্টেশনে ঢোকার পরেই তাতে হুড়মুড়িয়ে উঠে পড়েন যাত্রীরা৷ কিন্তু গেট বন্ধের সময় ধরা পড়ে যাত্রিক ত্রুটি৷ দেখা যায়, পাঁচ নম্বর রেকের একটি দরজা বন্ধ করা যাচ্ছে না৷ মেট্রোর কর্মী ও টেকশিয়ানদের অনেক চেষ্টাতেও, সেই ত্রুটি ঠিক হয় না৷ এরপরই ওই রেকের মধ্যে আরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়৷ এবং তাঁদের নিরাপত্তায় রেকটি ছাড়ে মেট্রো কর্তৃপক্ষ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয় যাত্রীদের একাংশের মধ্যে৷ দিন দিন মেট্রো যাতায়াত যেভাবে দুর্বিসহ হয়ে উঠছে, তার বিরুদ্ধে সুর চড়ায় সাধারণ মানুষ৷ যদিও বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘ওই ট্রেনটি না ছাড়লে, তার পিছনে পরপর ট্রেন দাঁড়িয়ে যেত৷ এছাড়া অফিস টাইমে যাত্রীদের ভিড়ও প্রচুর ছিল৷ তাই আরপিএফের নিরাপত্তায় ট্রেনটিকে ছাড়া হয়৷’’

Advertisement

[ আরও পড়ুন: জাগুয়ার কাণ্ডের তদন্তে অত্যাধুনিক প্রযুক্তি, ‘থ্রি-ডি মডেলিং’ ব্যবস্থায় ঘটনার পুর্নগঠন পুলিশের ]

কিন্তু বুধবারের এই ঘটনা আরও একবার মেট্রোর যথাযথ পরিচর্যা নিয়ে প্রশ্ন তুলে দিল৷ এর আগে মেট্রোর নয়া রেকের দরজায় হাত আটকে মৃত্যু হয়েছে এক ব্যক্তি৷ আর এবার দরজা খোলা রেখেই ছুটল এসি রেক৷ সেক্ষেত্রে কারশেডে মেট্রোর রেকগুলিকে সঠিক ভাবে দেখভাল করা হয় কিনা, সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ পাশাপাশি, এই ট্রেনটিকে কারশেড থেকে স্টেশনে আনার আগে আদৌ এর অবস্থা খতিয়ে দেখা হয়েছিল কিনা, সেই প্রশ্নও উঠেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ