Advertisement
Advertisement

Breaking News

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি? কী বলছে হাওয়া অফিস?

মোহালিতে নয়া রেকর্ডের সামনে রোহিত-কোহলি।

Here is the Mohali weather forecast ahead of India vs South Africa match
Published by: Sulaya Singha
  • Posted:September 18, 2019 2:54 pm
  • Updated:September 18, 2019 2:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির জেরে মাঠে বল গড়ানোর আগেই ভেস্তে গিয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি। ধরমশালায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুই করা যায়নি। তাই বিশ্বকাপের পর ঘরের মাঠে প্রথম কুড়ি-বিশের লড়াই শুরু মোহালিতেই। কিন্তু বুধবার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ফের একই প্রশ্ন উঠেছে। চণ্ডীগড়েও কি বৃষ্টির ভ্রুকুটি? আজও খেলা বাতিল হয়ে যাবে না তো?

[আরও পড়ুন: বিরিয়ানিতে নিষেধাজ্ঞা, পাক ক্রিকেটারদের ডায়েট চার্ট বেঁধে দিলেন কোচ মিসবা]

হাওয়া অফিসের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মোহালির আকাশ পরিষ্কার। এমন আবহাওয়া থাকলে নির্ধারিত সময়েই খেলা শুরু সম্ভব হবে। দু’দল মিলিয়ে যে মোট ৪০ ওভারই খেলা হবে, এমনটা আশা করাই যায়। মোহালির তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি মাথায় ক্রিকেটারদের গরমের কষ্ট সহ্য করতে হবেই। তবে এবার মোহালির উইকেটের চরিত্র খানিকটা বদলে যাচ্ছে। স্টেডিয়ামের পিচ কিউরেটর দলজিত সিং জানাচ্ছেন, এতকাল সাধারণত বোলাররাই এই পিচে বেশি সুবিধা পেতেন। তবে এবার ব্যাটিং সহায়ক পিচ তৈরি হয়েছে। দলজিত বলেন, “আমরা অফ-সিজনে পিচকে অত্যন্ত যত্নে রেখেছি। জুলাই ও আগস্টে এই উইকেটে কোনও খেলা হয়নি।” অর্থাৎ ক্রিকেটপ্রেমীদের রোহিত শর্মার আরও একটা দুর্দান্ত ইনিংসের সাক্ষী থাকতেই পারেন। তাছাড়া এদিন ৮৪ রান করলেই নয়া নজির গড়বেন ভারতীয় দলের হিটম্যান।

Advertisement

[আরও পড়ুন: মোহালি পৌঁছেই সমস্যায় ভারত, কোহলিদের নিরাপত্তা দিতে নারাজ চণ্ডীগড় পুলিশ]

ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সব্বোর্চ রানের মালিক তিনি। সবচেয়ে বেশি সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশেই। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর কৃতিত্বও রোহিতের। তাঁর সামনে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের অধিকারী হয়ে ওঠার হাতছানি। এই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪২৪ রান করে তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল। ৮৪ রান করলেই কিউয়ি ব্যাটসম্যানকে টপকে যাবেন রোহিত। তাঁর ঝুলিতে রয়েছে ৩৪১ রান। তবে রোহিত একা নন, নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে ক্যাপ্টেন কোহলিও। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ঘরের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে মুকুটে আরও একটি পালক যোগ করতে পারেন তিনি। আগামী বছর বিশ্বকাপের আগে সমস্ত টি-টোয়েন্টি ম্যাচে জয়কেই পাখির চোখ করেছেন কোহলিরা। তাই ওয়েস্ট ইন্ডিজের পর দক্ষিণ আফ্রিকাকেও হোয়াইটওয়াশ করতে মরিয়া ভারত।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ