Advertisement
Advertisement

Breaking News

অলিম্পিকে দুই রেসলার

কুস্তিতে সুখবর, অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন আরও ২ রেসলার

টিকিট নিশ্চিত করতে পারলেন সাক্ষী মালিক।

Bajrang Punia and Ravi Kumar qualifies for Olympics
Published by: Subhajit Mandal
  • Posted:September 19, 2019 7:49 pm
  • Updated:September 19, 2019 7:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেসলিং ম্যাট থেকে এল সুখবর। অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন বজরং পুনিয়া-সহ দুই রেসলার। বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই বজরং পুনিয়া এবং রবি কুমার দাহিয়া টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তবে দুঃখের খবর, দু’জনের কেউই সেমিফাইনালের গণ্ডি টপকাতে পারেননি।

[আরও পড়ুন: রিংয়ে বাজিমাত ভিনেশের, টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করলেন কুস্তিগির]

বুধবারই টোকিও অলিম্পিকের ৫৩ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করলেন ভিনেশ ফোগাট। চলতি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রেপেচেজ রাউন্ডে সারা অ্যান হিল্ডারব্র্যান্টকে হারিয়ে টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করে ফেলেন হরিয়ানার তারকা কুস্তিগির। ভিনেশের পর দ্বিতীয় ভারতীয় কুস্তিগির হিসেবে এদিন টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন রবি কুমার দাহিয়া। সবাইকে চমকে দিয়ে বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠেন রবি কুমার। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন বিশ্বের তিন নম্বর রেসলার। কিন্তু, সেই বাঁধা টপকে তিনি পৌঁছে যান সেমিফাইনালে। শেষ চারে অবশ্য হারতে হয় রবি কুমারকে। রাশিয়ার জাউর উগুয়েভের কাছে ৪-৬ কাছে পরাস্ত হন তিনি।

Advertisement

[আরও পড়ুন: পি ভি সিন্ধুকে বিয়ে করতে চান ৭০ বছরের বৃদ্ধ! রাজি না হলে অপহরণের হুমকি]

রবি কুমারের পরই টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে বিশ্বের এক নম্বর রেসলার বজরং পুনিয়া। কোয়ার্টার ফাইনালে তিনি সহজেই হারান নিজের প্রতিপক্ষকে। কিন্তু, সেমিফাইনালে তাঁকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়। কাজাখস্তানের নিয়াজবেকভের বিরুদ্ধে একসময় ২-৯ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিলেন বজরং। সেখান থেকে একসময় ৯-৯ পয়েন্ট পর্যন্ত নিয়ে যান পুনিয়া। যদিও, শেষরক্ষা হয়নি। শেষপর্যন্ত বজরংকে সেমিফাইনালে হারতে হয়। এবার বজরং এবং রবি দাহিয়া দু’জনেই নিজেদের বিভাগে ব্রোঞ্জ পদকের জন্য খেলবেন। বজরং এবং রবি টোকিও অলিম্পিকে সুযোগ পেলেও এখনও টিকিট নিশ্চিত করতে পারলেন না গত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক। নিজের বিভাগে প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছেন তিনি।

Advertisement
https://twitter.com/DuttYogi/status/1174635204482220032?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1174635204482220032&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fsports%2Fother-sports%2Fstory%2Fbajrang-punia-ravi-kumar-wrestling-world-championships-nur-sultan-tokyo-olympic-quotas-1600925-2019-09-19

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ