Advertisement
Advertisement

Breaking News

স্তব্ধ টুইটার, বিশ্বব্যাপী সমস্যার মুখে কোটি কোটি ব্যবহারকারী

দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস সংস্থার৷

Twitter Suffers Global Outage, Thousands Affected
Published by: Tanujit Das
  • Posted:October 2, 2019 2:26 pm
  • Updated:October 2, 2019 2:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমগ্র বিশ্বে সাময়িক ভাবে স্তব্ধ হয়ে গেল টুইটার পরিষেবা। মঙ্গলবার সন্ধে থেকে বিশ্বের বিভিন্ন প্রাপ্তে অসুবিধার সম্মুখীন হচ্ছেন টুইটার ব্যবহারকারীরা৷ সংস্থার তরফেও এই ত্রুটির কথা স্বীকার করে নেওয়া হয়েছে৷ এবং বলা হয়েছে, জলদি পরিষেবা স্বাভাবিক করা হবে৷

[ আরও পড়ুন: শীঘ্রই এই ফোনগুলিতে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ পরিষেবা, দেখুন তালিকা ]

Advertisement

টুইটারের তরফে জানা হয়েছে, সংস্থার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট সিস্টেম বা টুইটডেকে হঠাৎই গোলযোগ দেখা গিয়েছে৷ ফলে স্তব্ধ হয়ে গিয়েছে পরিষেবা। যার ফলস্বরূপ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ টুইটার ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হয়েছেন। এই সমস্যা মেনে নিয়ে, তা সমাধানেরও আশ্বাস দিয়েছে টুইটার কর্তৃপক্ষ৷ তারা জানিয়েছে, দ্রুত ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট (ডিএম) সিস্টেম ঠিক করার চেষ্টা চলছে৷ সমস্যার সমাধান করার চেষ্টা চালছে।

Advertisement

[ আরও পড়ুন: বাড়িতেই সারাতে পারেন স্মার্টফোন, জানেন কীভাবে? ]

আন্তর্জাতিক মনিটরিং ওয়েবসাইট আউটেজের তরফে বলা হয়েছে, টুইটার সাময়িক ভাবে স্তব্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি পরিষেবা ব্যাহত হয়েছে ভারত, জাপান ও কানাডায়। এই দেশগুলি থেকে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে কর্তৃপক্ষের কাছে৷ যা দ্রুত সমাধানের চেষ্টা করছে টুইটার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ