Advertisement
Advertisement

Breaking News

A woman died when she rides in an app cab at Nagerbazar

নাগেরবাজারে চলন্ত ট্যাক্সিতে মৃত্যু মহিলা যাত্রীর, কারণ ঘিরে ধোঁয়াশা

চালককে জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

A woman died when she rides in an app cab at Nagerbazar । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:November 26, 2021 8:16 pm
  • Updated:November 27, 2021 8:44 am

অর্ণব আইচ: অ্যাপ ক্যাবেই (App Cab) মহিলার রহস্যমৃত্যু। চালকের দাবি, গাড়িতে ওঠার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই প্রাণহানি হয় ওই মহিলার। নাগেরবাজারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। শারীরিক অসুস্থতায় প্রাণহানি নাকি মহিলার মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 

নিহত স্বাতী দাস কোন এলাকার বাসিন্দা তা এখনও জানা যায়নি। অ্যাপ ক্যাব চালকের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে নাগেরবাজার থেকে অ্যাপ ক্যাব বুক করেন স্বাতী দাস নামে ওই মহিলা। লোকেশন অনুযায়ী নির্দিষ্ট ঠিকানায় পৌঁছন তিনি। ক্যাব চলতে শুরু করে। ক্যাব ছাড়ার কিছুক্ষণ পরই অসুস্থ বোধ করতে থাকেন মহিলা। তা বুঝতে পারেন চালক। উল্টোডাঙ্গা মোড়ে ট্রাফিক পোস্টের সামনে মহিলা আরও অসুস্থ বোধ করতে থাকেন। সেখানেই থামিয়ে দেন অ্যাপ ক্যাবচালক। পুলিশকে বিষয়টি জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: KMC Election: ফিরহাদ-অতীন-দেবাশিসে ভরসা, পুরভোটে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ৬ বিধায়ক]

তৎক্ষণাৎ ব্যবস্থা নেন কর্তব্যরত পুলিশকর্মী। অ্যাপ ক্যাবে ‘অসুস্থ হয়ে পড়া’ তরুণীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার পর অ্যাপ ক্যাবের মহিলা যাত্রীকে মৃত বলে জানান তাঁরা।।

Advertisement

তবে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্নের ভিড়। মহিলা যাত্রী কী অ্যাপ ক্যাবে ওঠার সময়ই অসুস্থ ছিলেন? দীর্ঘদিন ধরে কি কোনও অসুস্থতায় ভুগছিলেন? নাকি মহিলার মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। চালককে জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: স্কুল খুলতেই শৃঙ্খলাভঙ্গের নজির, ক্লাসে হিন্দি গানের তালে উদ্দাম নাচের ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ