Advertisement
Advertisement

Breaking News

A pilot arrested from Dum Dum Airport

বধূ নির্যাতনের মামলায় দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার পাইলট

ওই পাইলটের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছিল।

A pilot arrested from Dum Dum Airport । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 23, 2022 2:26 pm
  • Updated:January 23, 2022 3:27 pm

দীপালি সেন: বধূ নির্যাতনের মামলায় অভিযুক্ত সে। তার বিরুদ্ধে জারি হয়েছিল লুকআউট নোটিসও। অভিযুক্ত পাইলটকে (Pilot) দমদম বিমানবন্দর থেকে আটক করে অভিবাসন দপ্তর। পরে যদিও তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

দমদম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ধৃত পাইলটের নাম সুরেশ সাভারিস। সে চেন্নাইয়ের বাসিন্দা। বধূ নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একটি পুরনো মামলা ছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতেই সুরেশের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়।

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীর সামনেই মুম্বইয়ের মহিলাকে ‘ধর্ষণ’, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, কলকাতা থেকে ধৃত দম্পতি]

শনিবার ইন্ডিগোর ওই পাইলট দমদম বিমানবন্দরে উপস্থিত হন। কারণ, দমদম থেকে কার্গো বিমান বাংলাদেশের উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যাওয়াই ছিল তাঁর কাজ।

Advertisement

তবে তার ঠিক আগে অভিবাসন দপ্তর তাকে বধূ নির্যাতনের মামলায় আটক করে। তারপর তাকে বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত সুরেশকে রবিবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হবে।

[আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে নাচায় হবু বরের থাপ্পড়! প্রতিবাদে তুতো ভাইয়ের গলাতেই মালা দিলেন তরুণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ