Advertisement
Advertisement
TMC leader Anubrata Mandal gets jail custody

Anubrata Mandal: আদালতে অনুপস্থিত আইনজীবী, ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে অনুব্রত

এদিকে, নেটওয়ার্কের সমস্যায় আসানসোল সিবিআই আদালতে পেশই করা যায়নি সায়গল হোসেনকে।

TMC leader Anubrata Mandal gets jail custody from 27 April, 2023 । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:March 31, 2023 4:24 pm
  • Updated:March 31, 2023 4:32 pm

শেখর চন্দ্র, আসানসোল: দিল্লি আদালতে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি পিছিয়ে গিয়েছে চার মাস। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতির মামলার শুনানি ছিল। তবে এদিন আদালতে উপস্থিত ছিলেন না তাঁর আইনজীবী। তার ফলে অনুব্রতকে বিচারক আগামী ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। 

এদিকে, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও আসানসোল বিশেষ সিবিআই আদালতে ভারচুয়ালি পেশ করার কথা ছিল। কারণ, বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছে সে। তবে তিহাড়ে নেটওয়ার্কের সমস্যা থাকায় সায়গলকে ভারচুয়ালি পেশ করা সম্ভব হয়নি। এদিনের শুনানিতে সায়গলের আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন। বাজেয়াপ্ত হওয়া সোনা ফেরতের আবেদন জানান আইনজীবীরা।

Advertisement

[আরও পড়ুন: স্বেচ্ছাবসরের আরজি নিয়োগ দুর্নীতি তদন্তের অফিসারের! কী প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?]

বিচারক জানান, “তদন্ত চলছে। পুরো তালিকা আসেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সোনা ফেরত হবে না।” শুক্রবার সায়গল হোসেনের একাধিক ভুয়ো সংস্থার সিজার লিস্ট জমা করে সিবিআই। এই সিজার লিস্ট থেকে সায়গল ও এনামুলের যোগসাজশ পাওয়া গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ! প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আদালতে অভিযুক্ত ট্রাম্প]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ