Advertisement
Advertisement
Bangladesh Book Fair

হায় রে বাংলাদেশ! অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির ‘অপরাধে’ বন্ধ স্টল

যদিও আয়োজকদের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

2 stalls shut down in Bangladesh Book Fair for distributing sanitary napkin
Published by: Paramita Paul
  • Posted:February 17, 2025 7:08 pm
  • Updated:February 17, 2025 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানের দখলে যাওয়ার পর থেকে আফগানিস্তানে কার্যত নিষিদ্ধ হয়েছে নারীশিক্ষা। হিজাব ছাড়া মহিলাদের প্রকাশ্যে আসা বারণ! মোট কথা, সে দেশের নারী স্বাধীনতা কার্যত সোনার পাথর বাটি! এবার যেন ঠিক সেই পথেই হাঁটছে হাসিনা পরবর্তী বাংলাদেশও। সে দেশের অমর একুশে বইমেলায় স্যানিটরি ন্যাপকিন বিলির ‘অপরাধে’ বন্ধ করে দেওয়া হল দুটি স্টল। যদিও আয়োজকদের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, স্টল দুটির ওই পণ্য বিক্রির অনুমতি ছিল না। তাই বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে সোশাল মিডিয়াজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশে অমর একুশে বইমেলায় দুটি স্টল থেকে স্যানিটারি ন্যাপকিন ও ডায়পার বিলি করা হচ্ছিল। সেই স্টলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। অভিযোগ, স্টল থেকে স্যানিটারি ন্যাপকিন বিলি হচ্ছিল যখন সেই সময় মৌলবাদীদের একটি দল এসে উত্তেজনা ছড়ায়। স্টলগুলি ঘিরে ফেলে। পরে বইমেলা কর্তৃপক্ষ-সহ অন্যান্য পক্ষের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর স্টল দুটি বন্ধ করে দেওয়া হয় বলে সূত্রের খবর।

Advertisement

এ প্রসঙ্গে মেলা পরিচালনা কমিটি বলছে, স্যানিটারি ন্যাপকিন বা ডায়াপারে বিষয় নয়। অনুমোদন না থাকায় স্টলটি বন্ধ করা হয়েছে। এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে আয়োজক বাংলা অ্যাকাডেমি। তাদের মহাপরিচালক মহম্মদ আজমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা অ্যাকাডেমি আয়োজক হলেও বইমেলার প্রয়োজনীয় কাজগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা করে। এবার দায়িত্ব পেয়েছে ‘ড্রিমার ডংকি’। স্যানিটারি ন্যাপকিন বিলির বিষয়ে সংস্থাটি বাংলা অ্যাকাডেমিকে জানিয়েছিল, শৌচাগারের পাশে রেখে প্রয়োজনমতো বিনামূল্যে পণ্য সরবরাহ করবে। কিন্তু মেলা কর্তৃপক্ষ দেখতে পায়, বিতরণের পরিবর্তে তা বিক্রি করছে। ফলে তাদের স্টল বন্ধ করতে বলা হয়। শুধু স্যানিটারি ন্যাপকিন নয়; ডায়াপার, পেস্ট, ব্রাশসহ আরও কিছু পণ্যের ক্ষেত্রে এ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।’

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লেখেন, ‘স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারা দেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে সেখানে যেকোনো কারণেই হোক বই মেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো এটা আমাদের জন্য বেদনার। বাংলা একাডেমি একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে আগামীকাল (সোমবার) থেকে মেলা প্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে।’

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement