Advertisement
Advertisement

Breaking News

মানবপাচার

পাচারের জন্য বাড়তি যাত্রী, ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় গ্রেপ্তার ৩

গত সপ্তাহে ভূমধ্যসাগরে সলিল সমাধিতে মৃত্যু হয় অন্তত ৬৫ জনের৷

3 traffickers held for trafficking people from Bangladesh to Europe
Published by: Sucheta Sengupta
  • Posted:May 17, 2019 4:50 pm
  • Updated:May 17, 2019 4:50 pm

সুকুমার সরকার, ঢাকা: অবৈধভাবে ইউরোপ এবং বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে বাংলাদেশি বাসিন্দাদের৷ আর তা করতে গিয়েই অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকার ভূমধ্যসাগরে সলিলসমাধি এবং প্রাণহানির ঘটনা৷ গত সপ্তাহে এই ঘটনার তদন্তে নেমে পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করল ব়্যাব৷

ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশ, মালয়েশিয়া এমনকী ভারতেও মানবপাচার নতুন কোনও ঘটনা নয় বাংলাদেশে৷ আর ভাগ্যের চাকা ঘোরাতে এভাবে জীবনের ঝুঁকি নিতেও পিছপা না হতদরিদ্র মানুষগুলো। সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বেশ কয়েকজন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় জড়িত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স৷ বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ ধৃতর শরিয়তপুর জেলার আক্কাস মাতব্বর, সিলেটের এনামুল হক তালুকদার এবং ব্রাহ্মণবেড়িয়া জেলার আবদুর রাজ্জাক ভুঁইয়া৷ 

Advertisement

[আরও পড়ুন: পণ্যে ভেজাল, বাতিল প্রাণের ৩টি দ্রব্যের লাইসেন্স]

ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, অবৈধভাবে ইউরোপে পাচারের সময় সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি৷ এ ঘটনায় ওই পাচারের সঙ্গে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে এই অপরাধের সঙ্গে জড়িত৷ এই সংঘবদ্ধ চক্রটি বিদেশি চক্রের যোগসাজশে অবৈধভাবে ইউরোপে মানব পাচার করে৷ আরও জানা গিয়েছে, এই চক্র তিনটি ধাপে পাচারের কাজ করে থাকে৷

Advertisement

 [আরও পড়ুন: বিদেশে পাচার করা হচ্ছে রোহিঙ্গা যুবতীদের, চক্রের সন্ধানে ঢাকা পুলিশ]

প্রথমে বিদেশে যেতে আগ্রহী বাসিন্দাদের বেছে নেয়৷ তারপর তাঁদের বাংলাদেশ থেকে লিবিয়ায় পাঠানো হয়৷আর সেখান থেকে ইউরোপে পাচার৷  গত সপ্তাহে লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলবর্তী এলাকায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫ শরণার্থী৷ তাঁদের মধ্যে ৩৭ জনই বাংলাদেশি৷ শুধুমাত্র ১৫ জন সিলেটের বাসিন্দা৷ রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক অভিবাসী বিষয়ক সংগঠন জানিয়েছে, নৌকাডুবির পরে তিউনিসিয়ার মৎস্যজীবীরা ১৬ জনকে জীবিত উদ্ধার করেন৷ ভাগ্যলক্ষ্মীর সঙ্গ পাওয়ার আশা নিয়ে দালালদের আট থেকে দশ লাখ টাকার বিনিময়ে ইউরোপের পথে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের বাসিন্দা৷ বিদেশমন্ত্রী এ কে এ মোমেন বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানান, মানবপাচার চক্রের ঘটনায় জড়িতদের মধ্যে ৫ জনের বিষয় তথ্য মিলেছে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ