সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিপ্লবী’ ছাত্রদের তাণ্ডবে নতুন করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি একাধিক জায়গায় ব্যাপক ভাঙচুর করা হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে। গ্রেপ্তার আরও এক অভিনেত্রী। এদিন গভীর রাতেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সোহানা সাবাকে।
হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। গত বুধবার থেকে নতুন করে অশান্তি চরমে উঠেছে। মুজিবের স্মৃতিবিজড়িত বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলে ‘বিপ্লবী’ ছাত্ররা। এরপর বাড়ির ভিতরে ঢুকে শুরু হয় ভাঙচুর। ৯টার একটু আগে থেকেই দেখা যায় তিনতলা জ্বলছে। বৃহস্পতিবার সকালে দেখা যায় বঙ্গবন্ধু ভবন কার্যত ধুলিসাৎ হয়ে গিয়েছে। এসবের মাঝেই বৃহস্পতিবার রাতে অভিনেত্রী সোহানা সাবার বাড়িতে যায় ঢাকা পুলিশ। তাঁকে প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিনেত্রীকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশ।
উল্লেখ্য, শুধু বঙ্গবন্ধু ভবন নয়, রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর করে একদল। ময়মনসিংহ-সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবরের মূর্তি ভাঙচুর হয়েছে বলেও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে। ভৈরবে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর চালানোরও খবর মিলছে। বুধবার রাত থেকে শুরু হওয়া ধ্বংসযজ্ঞ নিয়ে আওয়ামি লিগের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, দেশে এবার গৃহযুদ্ধ হবে। অন্যদিকে হাসিনার গর্জন, “ইতিহাস প্রতিশোধ নেয়, বঙ্গবন্ধু হৃদয়ে”।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.