Advertisement
Advertisement
বাংলাদেশ

ধর্মীয় ভাবাবেগে আঘাত, বাংলাদেশে গ্রেপ্তার বাউল শিল্পী শরিয়ত বরাতি

ফের কট্টরপন্থীদের রোষে সংস্কৃতি জগতের বিশিষ্টরা0।

Bangladesh: Baul singer arrested for 'abusing' Islam

ছবি: প্রতীকী

Published by: Subhamay Mandal
  • Posted:January 15, 2020 3:27 pm
  • Updated:January 15, 2020 3:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বাংলাদেশে ধৃত বাউল শিল্পী শরিয়ত বরাতি। তাঁর বিরুদ্ধে ধর্মদ্রোহের অভিযোগ আনা হয়েছে। যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের অভিযোগ, বাংলাদেশের কট্টরপন্থীরা মুক্তমনাদের উপর হামলা করেই ক্ষান্ত থাকছে না, এবার সরকারের উপর চাপ সৃষ্টি করে সংস্কৃতিমনস্ক মানুষদের জেলে পুরছে।

মির্জাপুর উপজেলার এই শিল্পীর বিরুদ্ধে সম্প্রতি একটি বাউল গানের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনেন এক ব্যক্তি। তিনি থানায় অভিযোগ দায়ের করেন শরিয়ত বরাটির বিরুদ্ধে। অভিযোগকারী ফরিদুল ইসলাম পেশায় মির্জাপুরের এক মাদ্রাসা শিক্ষক। তাঁর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার শরিয়ত বরাতিকে গ্রেপ্তার করে পুলিশ। টাঙ্গাইল আদালত তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ধর্ষকদের জন্য ‘হায়দরাবাদ এনকাউন্টার’, বাংলাদেশের সংসদে উঠল দাবি]

জানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর ঢাকার ধামরাই উপজেলায় একটি বাউল গান অনুষ্ঠানে ইসলাম ধর্ম নিয়ে ভাবাবেগে আঘাত করেন শরিয়ত। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু শরিয়তের গ্রেপ্তারির তীব্র নিন্দা করেছেন। বাউল শিল্পীর মুক্তির দাবিতে সরব হয়েছেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ