Advertisement
Advertisement

Breaking News

Bangladesh Election

নির্বাচন নিয়ে ইউনুসের উপর চাপবৃদ্ধি, ‘ডিসেম্বরে না হলে কখনওই ভোট হবে না’, আশঙ্কা বিএনপির

জাপানে সফররত ইউনুসের তীব্র সমালোচনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের।

Bangladesh Election: BNP creates more pressure for election to Muhammad Yunus Govt
Published by: Sucheta Sengupta
  • Posted:May 30, 2025 6:33 pm
  • Updated:May 30, 2025 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন নিয়ে ইউনুস সরকারের উপর একেবারে খড়গহস্ত হয়ে উঠল বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। বারবার সংস্কারের কথা বলে নির্বাচনে কালক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগে সরব খালেদা জিয়ার দল। হাসিনা পরবর্তী বাংলাদেশের স্থায়ী সরকার পেতে ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারকে লাগাতার চাপ দিচ্ছে বিরোধীরা। সেই চাপের মুখে ইউনুস সরকার জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে হবে নির্বাচন (Bangladesh Election)। তার আগে নয়। আর এই সময়সীমা নিয়ে আপত্তি বিএনপির। তারা চায়, দ্রুত নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ইউনুস ‘ক্ষমতালোভী’ বলেই এখন নির্বাচন চাইছেন না বলে অভিযোগে সরব বিএনপি।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। তাঁর নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতন ঘটে। ৮ আগস্ট নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। তারপর থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। কিন্তু সংস্কারের কথা বলে এই সরকার সময় ব্যয় করছে বলে বিএনপির অভিযোগ। ড. ইউনূস ও সরকারের উপদেষ্টারা জানিয়েছেন, প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার শেষে ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন (Bangladesh Election) হবে। বিএনপির দাবি, ইউনূস সরকারের সংস্কারের দায়িত্ব নয়, তা করবে নির্বাচিত সরকার। বৈষম্য বিরোধী ছাত্রদের গঠিত দলের নেতারা বলছেন, ”আমরা নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্দোলন করিনি। আমরা সব ক্ষেত্রে গত ১৫ বছরে যে জঞ্জাল জমেছে তা সংস্কারের জন্য আন্দোলন করে হাসিনা সরকার হটিয়েছি।”

ইউনুসের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কথায়, ”টালবাহানা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না। এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে।” এই মুহূর্তে মহম্মদ ইউনুস রয়েছেন জাপান সফরে। তা নিয়ে মির্জা আব্বাসের প্রতিক্রিয়া, ‘‘তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। জাপানে বসে বলেছেন, একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাবে বলতে চাই, ড. ইউনূস সাহেব, আপনি স্মরণ করে দেখুন, ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement