সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হিন্দু নিপীড়ন’, ‘ভারত বিদ্বেষে’র বাংলাদেশে এবার তালিবানি শাসনের অভিযোগ। গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা তথা ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সংবাদ প্রতিদিন ডিজিটাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। কী দেখা গিয়েছে ওই ভিডিওতে?
অগ্নিমিত্রার পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, ইসলামি ধর্মীয় পোশাক পরা একদল ব্যক্তি বাজার ঘুরে ঘুরে ঘোষণা করছেন, বাজারে মহিলারা ঢুকতে পারবেন না। মহিলার এলে তাঁদের ফিরিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়াও নমাজের সময় কেনা-বেচা বন্ধ রাখারও নিদান দেন ওই ব্যক্তিরা। এই পোস্টের ক্যাপশানে অগ্নিমিত্রা লেখেন, “বাংলাদেশে মহিলাদের বিরুদ্ধে জঘন্য ফতোয়া ঘোষণা হয়েছে। আফগানিস্তানের অত্যাচারী শাসনের মতোই। সবথেকে চমকে দেওয়া বিষয় হল, এটা ঘটেছে খোদ গোপালগঞ্জে। এই গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি।”
A shocking fatwa against women has been declared in Bangladesh, drawing unsettling parallels to Afghanistan’s oppressive regime. Even more appalling, this has occurred in Gopalganj—the birthplace of Bangabandhu Sheikh Mujibur Rahman and the home of Prime Minister Sheikh Hasina.… pic.twitter.com/K3Hch1l1f9
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) December 5, 2024
অগ্নিমিত্রা আরও লেখেন, “গোপালগঞ্জের গোহরডাঙায় কট্টরপন্থী মুসলিমরা মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে ফতোয়া। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক যে জেলা, সেখানে এই ধরনের পশ্চাদপসরণমূলক বিধিনিষেধ আরোপ করা লজ্জাজনক এবং উদ্বেগজনক।” বিজেপি নেত্রীর পোস্ট দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি তালিবানি আফগানিস্তানের পথে বাংলাদেশ? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে শান্তি নোবেল জয়ী ইউনুসের জমানায়?
এদিকে অশান্ত পরিস্থিতিতে দেশে পাকিস্তানিদের স্বাগত জানাচ্ছে মহম্মদ ইউনুসের সরকার! বিশ্বের যেকোনও প্রান্তে থাকা পাকিস্তানের নাগরিকরা যেন সহজে বাংলাদেশের ভিসা পান। এমনই নির্দেশ জারি করেছে ঢাকা। এমনকি পাকিস্তানি বংশোদ্ভূতদেরও যাতে ভিসা পেতে কোনও অসুবিধা না হয় সেই বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এতে সিঁদুরে মেঘ দেখছে ভারত। আশঙ্কা, এবার পাক জঙ্গিদের আখড়া হয়ে উঠবে ঢাকা!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.