Advertisement
Advertisement

Breaking News

ফের গরুচোর সন্দেহে বাংলাদেশে যুবককে পিটিয়ে খুন  

ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ৷

Bangladesh: Mob lynches youth on suspicion of cattle lifting

ছবি: প্রতীকী

Published by: Monishankar Choudhury
  • Posted:January 23, 2020 12:53 pm
  • Updated:August 21, 2020 3:28 pm

সুকুমার সরকার, ঢাকা: ফের গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা বাংলাদেশে৷ আহত আরও এক৷ ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম ইলিয়াস (৩৫)৷ গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গী বছর ত্রিশের আবদুল নামের এক যুবক৷ যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামের ইনছান আলি মোল্লার বাড়ির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করার সময় ইলিয়াস ও আবদুলকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা। প্রচণ্ড মারধর করে তাঁদের দস্তোপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ৷ তারপর তড়িঘড়ি যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় ইলিয়াসের। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আবদুল।  তাঁর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় গরু চুরির আগের একটি মামলা আছে। এ বিষয়ে তদন্তের  প্রস্তুতি চলছে।   

Advertisement

উল্লেখ্য, কয়েকদিন আগেই যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলে উন্মত্ত জনতা৷ ওই ঘটনায় পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সদ্য যশোর-সহ বেশ কয়েকটি জেলায় গরু চুরির ঘটনা বেড়েছে৷ কয়েকজন চোর ধরা পড়লেও আইনের ফাঁক গলে বেরিয়ে আসছে তারা৷ ফলে জনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে৷ এর ফলে কোনও ব্যক্তিকে গরুচোর বলে সন্দেহ হলেই ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করছে জনতা৷      

Advertisement

[আরও পড়ুন: মুজিববর্ষে উপহার হাসিনার, বাংলাদেশে চালু ই-পাসপোর্ট পরিষেবা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ