সুকুমার সরকার, ঢাকা: জ্বলছে বাংলাদেশ। উত্তপ্ত পরিস্থিতিতে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর হামলা যেন না হয়, বার্তা কোটা আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ সালেহিন অয়ন। সমন্বয়কদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বার্তা পাঠান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। পরে ভিডিও প্রকাশ করে একই বার্তা দেন তিনি।
সমন্বয়কদের দাবি, হাসিনা সরকারের পদত্যাগের বিষয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপাতে সংখ্যালঘুরা টার্গেট হতে পারেন বলেই আশঙ্কা। বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করানোর পরিকল্পনা চলছে। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের পরিচয় মুসলিম, হিন্দু, খ্রিস্টান বা শিখ নয়। আমাদের সকলের দুটি পরিচয়। এক হল আমরা সবাই মানুষ। আর দ্বিতীয়টি হল আমরা সবাই নির্যাতিত। আর আমাদের এই আন্দোলন নির্যাতকদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে।”
উল্লেখ্য, কোটা আন্দোলনের ফের নতুন করে গত রবিবার থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তড়িঘড়ি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন সেনাপ্রধান। শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন ছেড়ে বেরিয়ে যাওয়ার পর সুযোগ বুঝে আন্দোলনকারীদের একাংশ সেখান থেকে লেপ, কাঁথা, বালিশ ও চেয়ার থেকে শুরু করে টেবিল ফ্যান, চেয়ার, সোফাসেট, কম্বল, জলের ফিল্টার, মাইক্রোওভেন লুট করে পালায়।
এমনকী, বাসভবন থেকে মুগরি, পায়রা এমনকী ফ্রিজ খুলে মাছ-মাংস নিয়েও চম্পট দেয় তারা। ঘড়ি, রাউটার, কাগজ, কম্পিউটার, এসি, ফ্রিজ কিছুই বাদ যায়নি। অনেকে গণভবনের জলাশয়ে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। এ সময় গণভবনের বিভিন্ন ঘর ভাঙচুর করা হয়। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.