সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা বিদায়ের পর কূটনৈতিক সংঘাতের মাঝেই এবার চিনের বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে বাংলাদেশ। চিনের দাবি উড়িয়ে অরুণাচলপ্রদেশ ও আকসাই চিনকে ভারতের অংশ বলে দাবি করল ইউনুসের প্রশাসন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রেগে আগুন জিনপিং প্রশাসন। যদিও এই ইস্যুতে নিজেদের দাবি থেকে এই ইঞ্চিও সরতে নারাজ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ বিদেশমন্ত্রক।
বাংলাদেশের (Bangladesh) উপদেষ্টা সরকারের আমলে দুটি পাঠ্যপুস্তক ও সার্ভে দপ্তরের ওয়েবসাইটে এশিয়ার ম্যাপ প্রকাশ করা হয়েছে। যেখানে দেখানো হয়েছে অরুণাচল ও আকসাই চিন ভারতের অংশ। যদিও দীর্ঘদিন ধরে ভারতের এই দুই অঞ্চলকে নিজেদের বলে দাবি জানিয়ে আসছে জিনপিং প্রশাসন। এমনকী ৬২-র যুদ্ধের পর আকসাই চিনের দখলও নিয়েছে তাঁরা। স্বভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয় চিন। শুধু তাই নয়, চিনের বিরুদ্ধে গিয়ে ওই ম্যাপে হংকং ও তাইওয়ানকে স্বতন্ত্র দেশ হিসেবে দেখানো হয়েছে। যা নিজেদের দেশের অংশ বলে দাবি করে চিন।
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রের খবর, এই ম্যাপ প্রকাশ্যে আসার পর গত বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই ঘটনায় বাংলাদেশ সরকারকে চিঠি লেখে চিন। অনুরোধ জানানো হয়, ‘বিতর্কিত’ ওই ম্যাপ বদলের জন্য। তবে এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে চিন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই ম্যাপে কোনও পরিবর্তন করবে না। এবং বেজিংয়ের কাছে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন এই ইস্যুতে বাংলাদেশের উপর কোনও রকম অন্যায় চাপ তৈরি না করে।
উল্লেখ্য, বাংলাদেশ শুরু থেকেই নিজেদের ম্যাপে অরুণাচলপ্রদেশ ও আকসাই চিনকে ভারতের অংশ হিসেবে দেখিয়ে এসেছে। তবে আগস্টে সরকার বদলের পর বিদেশনীতিতে বিরাট বদল এনেছে ইউনুস সরকার। পাকিস্তান ও চিনের সঙ্গে বেড়েছে ঘনিষ্ঠতা। অন্যদিকে, সবচেয়ে কাছের বন্ধু ভারতের সঙ্গে সংঘাত ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়েই নিজেদের মিথ্যা দাবিকে মান্যতা দিতে বাংলাদেশ সরকারের কাছে ম্যাপ বদলের অনুরোধ জানিয়েছিল বেজিং। তবে তাদের সে আর্জি খারিজ করে ইউনুস সরকার স্পষ্ট করে দিল, সংঘাত যতই থাক দেশের সীমানা ইস্যুতে ভারতের বিরুদ্ধে গেলে ভবিষ্যতে তা বিপদের কারণ হতে পারে বাংলাদেশের জন্য। তাই চিনের সঙ্গে সখ্যতা বাড়লেও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে শত্রু বানাতে একেবারেই রাজি নয় ঢাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.