সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে লন্ডনে মুখোমুখী হলেন তারেক রহমান ও মহম্মদ ইউনুস। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সর্বোপরি গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্রের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। জানা গিয়েছে, পূর্ব দাবি অনুযায়ী ফের এপ্রিলের আগে ইউনুসকে নির্বাচনের কথা বলেছেন তারেক। এই মুহূর্তে ভোটের দিনক্ষণ নিয়ে পদ্মাপাড়ে অস্বস্তি বাড়ছে। কয়েকদিন আগেই ইউনুস ঘোষণা করেছিলেন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধ্বে নির্বাচন হবে। এনিয়ে বিএনপির প্রতিবাদ বাড়ছে। চলতি বছরই নির্বাচনের দাবিতে অনড় তারা।
৪ দিনের ব্রিটেন সফরে রয়েছেন ইউনুস। আজ লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় তিনি বৈঠক করেন তারেকের সঙ্গে। বৈঠক শেষ হয় সকাল সাড়ে ১০টা নাগাদ। এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথ বিবৃতি দিয়ে জানান, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে প্রধান উপদেষ্টা ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছে। তারেক প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছেন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রস্তাবের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন যে, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ঘোষণা করেছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও (ফেব্রুয়ারির প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।
বিশ্লেষকরা বলছেন, এই মুহুর্তে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি। আওয়ামি লিগকে নিষিদ্ধ করার পর এখন করার পর তারেকের রাস্তা পরিষ্কার। নির্বাচনে যদি বিএনপি জিততে পারে তাহলে প্রবল সম্ভাবনা রয়েছে তারেকই প্রধানমন্ত্রী হবেন। কারণ খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে ভোটে লড়াই করা সম্ভব নয়। প্রসঙ্গত, গতকাল ইউনুসকে কটাক্ষ করে খালেদা জিয়ার দলের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘‘ইউনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলছেন। উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে যাচ্ছেন। টানা ১২ ঘণ্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেলেন! বলছেন, আমাকে একটু কথা বলার সুযোগ দিন।” এই বছরের ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.