Advertisement
Advertisement

Breaking News

ভোটপ্রচারে যোগ দিয়ে বিপাকে বাংলাদেশি অভিনেতা গাজি নূর, কমিশনে বিজেপি

ফিরদৌসের পর দেশছাড়া হতে পারেন আরও এক বাংলাদেশি অভিনেতা৷

BJP lodged complaint to EC on Gazi Noor's Election campaign for TMC
Published by: Tanujit Das
  • Posted:April 17, 2019 5:33 pm
  • Updated:April 20, 2019 4:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরদৌসের পর আরও এক বাংলাদেশি অভিনেতা গাজি নূরের বিরুদ্ধে তৃণমূলের ভোটপ্রচারে অংশগ্রহণ করার অভিযোগ তুলল বিজেপি৷ এবং সেই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির৷ বুধবার বিজেপির তরফে নির্বাচন কমিশনের দপ্তরে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে৷ যাতে বাংলাদেশি অভিনেতার বিরুদ্ধে ভিসা রেগুলেশন আইন ভাঙার অভিযোগ তোলা হয়েছে৷ এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান হয়েছে৷ ফলে ফিরদৌসের পর আরও এক বাংলাদেশি অভিনেতার দেশছাড়া হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে৷

[ আরও পড়ুন:  ভারতে এসে ভোটপ্রচারের জের, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ঢাকা ফিরলেন ফিরদৌস ]

Advertisement

গত ১২ এপ্রিল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে কামারহাটি এলাকায় ভোটপ্রচারে অংশগ্রহণ করেন বাংলাদেশি অভিনেতা গাজি নূর৷ তৃণমূল নেতা মদন মিত্রের নেতৃত্বে হওয়া ওই নির্বাচনী প্রচারকে ঘিরেই বর্তমানে তুঙ্গে রাজনৈতিক তরজা৷ এই প্রচারের বিরুদ্ধেই বুধবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি৷ কমিশনের কাছে গাজি নূরের ভোটপ্রচারের দু’ঘণ্টার ভিডিওটি-ও জমা দিয়েছে বিজেপি৷ অভিযোগপত্রে বিজেপির তরফে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, টেম্পোরারি বিজনেস ভিসা নিয়ে ভারতে এসেছেন বাংলাদেশি অভিনেতা গাজি নূর৷ কিন্তু ব্যক্তিগত কাজে এসে তৃণমূলের হয়ে ভোটপ্রচারে অংশগ্রহণ করেছেন তিনি৷ যা ভিসা রেগুলেশন আইকে সরাসরি লঙ্ঘন করে৷ কারণ ভিসা রেগুলেশন আইনে এমন কোনও নির্দেশ নেই যে, ব্যক্তিগত ভিসায় ভারতে এসে কোনও ব্যক্তি ভোটপ্রচারে বা নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে পারে৷ ফলে ফিরদৌসের মতোই গাজি নূরের বিরুদ্ধে আইনানুরূপ ব্যবস্থা গ্রহণেরও দাবি করা হয়েছে বিজেপির তরফে৷

Advertisement

[ আরও পড়ুন: রাজশাহীর অধ্যাপক হত্যায় ৩ বিএনপি নেতাকে ফাঁসির আদেশ দিল আদালত ]

যদিও গাজি নূরের ভোটপ্রচারের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র৷ তিনি বলেন, ‘‘গাজি নূর ভোটপ্রচারে অংশগ্রহণ করেনি৷ ও গুরুত্বপূর্ণ নথি দিতে এসেছিল৷’’ তবে তৃণমূলের এই দাবি মানতে নারাজ বিজেপি৷ তাঁদের তরফে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতি করার অভিযোগ করা হয়েছে৷ গেরুয়া শিবিরের অভিযোগ, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তুষ্ট করতেই বাংলাদেশি তারকাদের ভোটপ্রচারের অংশ করছেন তৃণমূল নেতারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ