সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রাজনীতির আঙিনায় এখন ভারত বিরোধিতার প্রতিযোগিতা চলছে। এই আবহে শোনা যাচ্ছে কলকাতা দখলের হুঁশিয়ারি। আরও নানাবিধ হুমকি। সম্প্রতি পড়শি দেশের কট্টরপন্থী নেতাদের দেখা গিয়েছে বারবার এমনই নানা সব কথা বলে সরব হতে। এবার বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ দাবি করলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। রাইফেল চালানো শিখতে হবে পড়ুয়াদের।
বৃহস্পতিবার ঢাকায় এক সভায় যোগ দিয়েছিলেন ওই বিএনপি নেতা। সেখানেই তাঁকে এমন সব দাবি করতে দেখা যায়। তাঁর মতে, এমনভাবে সকলকে প্রশিক্ষিত করতে হবে সামরিক আদবকায়দায় যাতে ভারতই নয়, বাংলাদেশকে পায়ের নিচে রাখতে পারবে না কোনও দেশই।
প্রসঙ্গত, এর আগে যুদ্ধ-জিগির তুলতে দেখা গিয়েছিল বিএনপি নেতা রুহুল কবীর রিজভিকে। তাঁকে বলতে শোনা যায়, ”যদি ভাবেন, হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা-বিহার-ওড়িশা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা। ন্যায্য অধিকার।”
তাঁর আরও দাবি, ভারত হিন্দুত্বের জিগির তুলে উপমহাদেশে আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। তা সফল হবে না বলে হুঁশিয়ারি দেন রিজভি। বিএনপি যুগ্ম সচিবের এহেন হুঁশিয়ারিতে তীব্র সমালোচনা শুরু হয়। এদিকে অনেক বিএনপি নেতার দাবি, বয়কট করা হোক ভারতীয় পণ্যও।
ওয়াকিবহাল মহলের দাবি, যে ভারতের সাহায্যে একাত্তরে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ, সেই প্রতিবেশীকেই এখন ‘শত্রু’ মনে করছে ইউনুসের বাংলাদেশ। ভারত-বিরোধী শক্তিগুলি সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে, বিএনপি নেতাদের কথাতেই তা স্পষ্ট। এই পরিস্থিতিতে ফের আর এক বিএনপি নেতার মুখে শোনা গেল একই সুরের হুঁশিয়ারি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.