Advertisement
Advertisement
BNP

‘আমরা মাঠে নামলে টিকবেন?’, ধৈর্যের বাঁধ ভাঙার আগে ইউনুসকে নির্বাচন করানোর চাপ বিএনপির

এই মুহূর্তে চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশে।

BNP put pressure on yunus government for election
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 17, 2025 7:27 pm
  • Updated:February 17, 2025 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জাতীয় নির্বাচন নিয়ে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপরে চাপ বাড়াল বিএনপি। কড়া বার্তা দিয়ে খালেদা জিয়ার দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বললেন, “ধৈর্যের বাঁধ ভাঙার আগে নির্বাচনের ব্যাপারে উদ্যোগ নিন। আমাদের মাঠে নামালে কতটুকু সময় টিকবেন?” এই মুহূর্তে চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে দিকে দিকে হামলা, ভাঙচুর জারি রয়েছে। অত্যাচারিত হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুরাও। বিপন্ন গণতন্ত্র। কয়েকদিন আগে এনিয়েও নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি বলেছিল, সাম্প্রতিক এই সব ঘটনা কোনওভাবেই এড়িয়ে যেতে পারে না অন্তর্বর্তী সরকার। 

যতদিন যাচ্ছে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি আরও জোরালো হচ্ছে। ভোট ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইউনুস সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকে সেরেছেন খালেদা জিয়ার প্রতিনিধিরা। এদিকে, চলতি মাসেই আসতে চলেছে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল। রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকরাও। তাঁরাও শীঘ্রই নতুন দলের ঘোষণা করবেন। ফলে ক্রমশই রাজনীতির ময়দানে প্রতিযোগী বাড়ছে।

Advertisement

এই পরিস্থিতিতে আর অপেক্ষা করতে নারাজ বিএনপি। ভোট নিয়ে ইউনুসকে কড়া বার্তা দিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, “আপনাদের আমরা সম্মানের সঙ্গে এনেছি, সম্মানের সঙ্গেই বিদায় করতে চাই। আপনারা নিজেদের দায়িত্বটা পালন করুন। আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকবেন, সেটা একটু ভেবে দেখবেন। এই সরকার যদি একবার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তো আমাদের নিজ পক্ষে অবস্থান নিতে হবে। এমন একটা দিন আসুক, চাই না। যা হওয়ার হয়েছে, এখন একটা নির্বাচন হোক।”

ইউনুসের রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে গয়েশ্বর বলেন, ‘এই যে রাজনীতিবিদদের মধ্যে সংস্কারের চিন্তাভাবনা, ইতিবাচক মনোভাব, এটা তো কম কথা না। আমরা যে ভুলগুলো করেছি, যার জন্য দেশের আজকের এই দুরবস্থা, সেটিকে সঠিক জায়গায় আনতে গেলে একটা স্বাধীন দেশের জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার, সেটাই সংস্কার। আমরা তো ৩১ দফা দিয়েই রেখেছি। যারা যারা কমিশন বানিয়েছে, তাদের ৫ জনকে বসিয়ে দিন। সেখানে কী বাদ দিতে হবে, যোগ করতে হবে করুন বা তাদের কোনও ভাবনা থাকলে বলুন। একেকটা কমিশন শুধু ২০০ পৃষ্ঠা, ৩০০ পৃষ্ঠা লিখে পাঠাবে আর সারা দিন এগুলো পড়ব, এটা হয়? হয় না। আশা করছি, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই অন্তর্বর্তী সরকার যথাযথভাবে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবেন। নির্বাচনের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে, জনগণ কাকে ক্ষমতা দেবে। জনগণই দেশের মালিক, ক্ষমতার উৎস। সেই জনগণ যদি ১৯৭১–এর যুদ্ধের বিরোধীদের ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনে, আমাদের তাতে আপত্তি নেই। কিন্তু আমরা দ্রুত নির্বাচন চাই।” উল্লেখ্য, নির্বাচন আগে বিএনপি বিভিন্ন মৌলবাদীদলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। কয়েকদিন আগেই খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকে বসে খালেদা জিয়ার দল। দ্রুত নির্বাচন-সহ ১০টি বিষয়ে সহমত হয় আর এক মৌলবাদী দল ইসলামি আন্দোলন বাংলাদেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement