সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধ্বে নির্বাচন হবে। শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এমনটাই ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। কিন্তু সেই তারিখ মানতে নারাজ বিএনপি। তারা পরিষ্কার জানিয়েছে, তাদের দাবিমতো ডিসেম্বরেই নির্বাচন করতে হবে। অন্যথায় তারা আন্দোলনের পথে নামবে। রাস্তা অবরোধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
দলীয় বৈঠকের পর বিএনপির তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার বিরাট ত্যাগের মাধ্যমে এই বিজয় অর্জিত হয়েছিল। কিন্তু নির্বাচনে অপ্রয়োজনীয় বিলম্ব মানুষকে হতাশ এবং ক্ষুব্ধ করেছে। এই পরিস্থিতিতে রমজান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করা হয়েছে এদিনে বৈঠকে।’
ডিসেম্বরেই নির্বাচন করতে বিএনপি, জামাত-সহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মধ্যেই শুক্রবার ইউনুস ঘোষণা করেন, ভোট হবে এপ্রিলে। তাঁর যুক্তি, ”দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনটি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল– সংস্কার, বিচার, নির্বাচন। সেসব কাজ শেষের পরই নির্বাচন হতে পারবে। এবিষয়ে দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন।”
কিন্তু এই যুক্তি মানতে চাইছে না বিএনপি। তাদের সাফ কথা, নির্বাচনকে অতদূর টেনে নিয়ে যাওয়ার অর্থই হয় না। এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের অর্থই আবহাওয়া সেখানে প্রতিকূল ভূমিকা পালন করবে। তার উপরে সেমাসের দ্বিতীয়ার্ধে শুরু হয়ে যাবে রমজান। এই পরিস্থিতিতে ডিসেম্বরেই নির্বাচন করার সপক্ষে ইউনুস যা যুক্তি দেখাচ্ছেন তা ভিত্তিহীন।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই ইউনুস সরকারের উপর একেবারে খড়গহস্ত হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। বারবার সংস্কারের কথা বলে নির্বাচনে কালক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগে সরব খালেদা জিয়ার দল। তারা চায়, দ্রুত নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ইউনুস ‘ক্ষমতালোভী’ বলেই এখন নির্বাচন চাইছেন না বলে অভিযোগে সরব বিএনপি। সেই ক্ষোভই ফের প্রকাশ করে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন করানোর দাবিতে সরব হল তারা। যাকে ঘিরে ফের বাংলাদেশের আকাশে ঘনীভূত রাজনৈতিক অস্থিরতার কালো মেঘ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.