সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ দিনের ব্রিটেন সফরে রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আর লন্ডনে তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। এই মুহূর্তে ভোটের দিনক্ষণ নিয়ে পদ্মাপাড়ে অস্বস্তি বাড়ছে। কয়েকদিন আগেই ইউনুস ঘোষণা করেছিলেন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধ্বে নির্বাচন হবে। এনিয়ে বিএনপির প্রতিবাদ বাড়ছে। চলতি বছরই নির্বাচনের দাবিতে অনড় তারা। এই পরিস্থিতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে। আমাদের বিশ্বাস, এই বৈঠক ঐতিহাসিক হবে এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী শুক্রবার খালেদাপুত্রের সঙ্গে আলোচনায় বসবেন ইউনুস। তাঁদের মধ্যে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয় সেদিকেই নজর সকলের। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এনিয়ে রুহুল রিজভী বলেন, “গোটা জাতি লন্ডনে ইউনুস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে আছে। আমরা বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক। আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা অনেকবার তুলে ধরেছে।” এছাড়া গণতন্ত্র যেন আর কোনও ফ্যাসিবাদী শক্তি দ্বারা আক্রান্ত না হয়, সে ব্যাপারে সতর্ক করেন তিনি। বৈঠকটির পর রাজনীতিতে সুবাতাস বইবে বলেও আশাবাদী এই বিএনপি নেতা।
ভারতের প্রসঙ্গে রিজভী বলেন, “প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ংকর বিদ্বেষপরায়ণ হয়ে উঠছে। বিশেষ করে শেখ হাসিনার পতনে তারা হিংস্র হয়ে উঠেছে। বিদেশি তকমা দিয়ে প্রতিদিন পুশইন হচ্ছে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছেন। সীমান্ত এলাকায় পুশইনের হিড়িক লেগেছে। বাংলাদেশ কি বর্জ্য ফেলার স্থান? দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশে পুশইন করতে চাইলে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ। ভারতকে মনে রাখতে হবে, অত্যাচার-নিপীড়ন করে শেখ হাসিনাও টিকে থাকতে পারেনি।”
উল্লেখ্য, নির্বাচনের দিনক্ষণ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে কয়েকদিন আগেই পথে নেমে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল বিএনপি। ফলে এই আবহে তারেক- ইউনুস সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই মুহূর্তে দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভারত, আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলোও গণতন্ত্র রক্ষায় ইউনুসের উপর চাপ বাড়াচ্ছে। এদিকে, বিএনপির নেতারাও বলছেন তারেক খুব শ্রীঘ্রই দেশে ফিরছেন। আওয়ামি লিগ নিষিদ্ধ হওয়ার পর ফাঁকা মাঠে গোল দিতে প্রস্তুত বিএনপি। কিন্তু তাদের চ্যালেঞ্জ করছে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এর মাঝেই জল্পনা তৈরি হচ্ছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ঢাকায় আসা নিয়ে। ফলে বিএনপি আর অপেক্ষা করতে রাজি নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.