Advertisement
Advertisement
Chinmoy Prabhu

বাংলাদেশে গ্রেপ্তার নিপীড়িত হিন্দুদের মুখ ইসকনের চিন্ময় প্রভু

ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তিনি ইসকন পুণ্ডরিক ধামের সভাপতি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের পুরোভাগে ছিলেন তিনি।

Chinmoy Prabhu, Monk Protesting Hindu Atrocities in Bangladesh Arrested in Dhaka
Published by: Biswadip Dey
  • Posted:November 25, 2024 6:15 pm
  • Updated:November 25, 2024 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতনের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে পালটা প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছে হিন্দুদের। এবার নিপীড়িত হিন্দুদের মুখ চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হল ঢাকা বিমানবন্দর থেকে। তিনি ইসকন পুণ্ডরিক ধামের সভাপতি।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে মুসলিম কট্টরপন্থীরা চরম হুঁশিয়ারি দিয়েছিল। দাবি করেছিল নিষিদ্ধ করা হোক ইসকনকে। না হলে ধরে ধরে হত্যা করা হবে ইসকন ভক্তদের! সোশাল মিডিয়ায় এই হুমকির কথা জানিয়ে ভারত ও আমেরিকার হস্তক্ষেপ চেয়েছিলেন ইসকনের এক সদস্য। তারও আগে গত ৫ নভেম্বর ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী। ইসকনকে ‘জঙ্গি সংগঠন’-এর তকমা দেন তিনি। যার পরই স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় চট্টগ্রাম। বাড়িতে ঢুকে হিন্দুদের মারধর ও গ্রেপ্তারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনা ও পুলিশের বিরুদ্ধে। এর পর ওঠে ইসকনকে নিষিদ্ধ করার দাবি। 

Advertisement

পালটা আন্দোলনে নেমেছে হিন্দুরাও। গত শুক্রবার রংপুরে এক বিশাল সমাবেশের আয়োজন করে তারা। সেখানেই বক্তব্য রাখতে দেখা গিয়েছিল চিন্ময় প্রভুকে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছিলেন তিনি। যদিও তিনি এও বলেছিলেন, চট্টগ্রামে তিনটি মন্দির ভাঙার চেষ্টা হলে সেগুলিকে রক্ষায় সাহায্য করেছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরাও। 

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামি লিগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই হিন্দুরা নিপীড়নের শিকার হন। তাঁদের ঘরবাড়ি ও বেশ কয়েকটি মন্দির ধ্বংস করে দেওয়ার অভিযোগ ওঠে। দুর্গাপুজোর সময়েও বেশ কয়েকটি মন্দিরকে হুমকি দেওয়া হয়। এর পরই গত ৫ নভেম্বর চট্টগ্রামের ঘটনায় শতাধিক হিন্দুকে গ্রেপ্তার করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement