ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনুসের বাংলাদেশে হিন্দু নির্যাতন অব্যাহত। এবার হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় কুমিল্লা থেকে ঢাকা। স্থানীয়রা অভিযুক্তকে ধরে গণপিটুনিও দিয়েছে বলে খবর। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই শনিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় একদল শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করে। জগন্নাথ হল থেকে মিছিলটি বের হয়ে রাজু ভাস্কর্য, ভিসি চত্বর হয়ে ফের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। ঘটনার তীব্র নিন্দা করেছে জামাত ইসলামি। রবিবার সমাজমাধ্যমে পোস্ট করে ডা. শফিকুর রহমান এই ঘটনার কঠোর নিন্দা জানান। তিনি লেখেন, ‘কুমিল্লার মুরাদনগরে একজন নারীর উপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যে কোনও মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে।’’
জানা গিয়েছে, কুমিল্লা জেলার মুরাদনগরে নিজের বাপের বাড়িতে এসেছিলেন ওই মহিলা। তাঁর গলায় ছুরি ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত ফজর আলিকে স্থানীয় লোকজন আটকে মারধর করেন। ফজর-সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে ফজর এলাকার একটি বাড়ির দরজা ভেঙে তাঁকে ধর্ষণ করে। তিনি শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন। তাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলিকে রবিবার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ভিডিও ভাইরাল করার অভিযোগে অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম মহম্মদ সুমন, রমজান আলি, মহম্মদ আরিফ ও মহম্মদ অনীক। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ”ফজর আলিকে আসামি করে শুক্রবার মামলা করেছেন এক হিন্দু নারী। বাদীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।” মামলায় বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে যান। বৃহস্পতিবার রাত ১১টার পর ওই নারীর বাবা-মা বাড়ির বাইরে যান। তখন ফজর আলি বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা এসে ফজর আলিকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয়। ওই নারী জানান, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলির সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে। সেই সূত্রেই ধরেই ফজর আলি বাড়িতে প্রবেশ করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.