Advertisement
Advertisement

Breaking News

বাংলাদেশে ১০০টি আসনে নির্ণায়ক সংখ্যালঘু ভোট!  

বাংলাদেশে প্রায় ১ কোটি ১০ লক্ষ সংখ্যালঘু ভোটার রয়েছে৷ 

Minority vote vital in Bangladesh
Published by: Monishankar Choudhury
  • Posted:December 27, 2018 4:37 pm
  • Updated:December 27, 2018 4:37 pm

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে উঠে আসছে একের পর এক সমীকরণ৷ মৌলবাদের জেরে দেশ ছাড়লেও এখনও ১০০টি আসনে নির্ণায়ক সংখ্যালঘু ভোট৷ এমনটাই দাবি করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত৷

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে ভোটগ্রহণ হবে৷ সেই মর্মে দেশজুড়ে বাড়িয়ে তোলা হয়েছে নিরাপত্তা৷ স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদের বড় অংশ আওয়ামি লিগের সমর্থক৷ ফলে নির্বাচনের সময় তাদের উপর হামলার আশঙ্কা রয়েছে৷ বিশেষ করে হিন্দুদের নিশানা করতে পারে জামাতের মতো পাকপন্থী মৌলবাদী সংগঠনগুলি৷ সেই প্রেক্ষিতে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত বলেছেন যে দেশে প্রায় ১ কোটি ১০ লক্ষ সংখ্যালঘু ভোটার রয়েছে৷ ৮৬ থেকে ১০০টি আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫২-৬০ শতাংশ ভোটার আছে। ফলে ওই আসনগুলিতে নির্ণায়ক ভূমিকা নেবে তারাই৷ এছাড়াও ২০০ আসনে ৫-৯ শতাংশ ভোটার সংখ্যালঘু৷ ইঙ্গিতে আওয়ামি লিগকে স্বস্তি দিয়ে রাণা দাশগুপ্ত বলেন, সংখ্যালঘুরা মৌলবাদের বিরুদ্ধে৷ যারা বাংলাদেশের মুক্তির জন্য যুদ্ধ করেছে সেই গণতান্ত্রিক শক্তির পক্ষেই ভোট দেবে সংখ্যালঘুরা৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিএনপি ও জামাত দুই দলেরই ছবি সংখ্যালঘু বিশেষ করে হিন্দু বিরোধী৷ ফলে হিন্দু ভোটের প্রায় সমস্তটাই যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে৷    

Advertisement

উল্লেখ্য, প্রতিটি নির্বাচনের আগে ও ফলাফল প্রকাশের পরই আক্রমণ নেমে আসে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের উপর৷ বিজয় মিছিলের নামে বাড়িতে ঢুকে হামলা, গায়ের জোরে রং মাখিয়ে দেওয়া দেওয়া ও কটূক্তি করার মতো ঘটনা নতুন কিছু নয়৷ ঐক্য পরিষদের দাবি, নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশের বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে৷ আর সেই কারণে নির্বাচনের আগে সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের প্রতিটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েও আবেদন জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ৷

Advertisement

[বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন হাসিনা, বলছে সমীক্ষা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ