Advertisement
Advertisement

Breaking News

Muhammad Yunus

দেশে ভোট নিয়ে বাড়ছে বিএনপি-র চাপ, লন্ডনে মুখোমুখি তারেক রহমান-ইউনুস!

সূত্রের খবর, আগামী ১৩ জুন লন্ডনের এক হোটেলে দু'জনের 'সৌজন্য সাক্ষাৎ' হতে চলেছে।

Muhammad Yunus and BNP's Tarique Rahman to meet on June 13 in London

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 10, 2025 11:28 am
  • Updated:June 10, 2025 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ভোট ঘোষণা করেও স্বস্তি নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের। আগামী বছরের এপ্রিলে নয়, চলতি বছরই নির্বাচনের দাবিতে অনড় সে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দেশের অন্দরে এনিয়ে বিএনপি-র প্রতিবাদ বাড়ছে, লাগাতার চাপও বাড়ছে ইউনুসের উপর। খালেদা জিয়ার দল রীতিমতো হুঁশিয়ারির সুরে বলছে, এবছর ভোট না হলে বড়সড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। এই পরিস্থিতিতে লন্ডনে মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে মহম্মদ ইউনুস এবং বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। বিএনপি সূত্রে খবর, ইউনুসের ব্রিটেন সফর চলাকালীন ১৩ তারিখ, বৃহস্পতিবার লন্ডনের এক হোটেলে তাঁদের মধ্যে ‘সৌজন্য সাক্ষাৎ’ হতে চলেছে।

এই বৈঠক নিয়ে সোমবার রাতে আলোচনা হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে। সেখানে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয়টি নেতাদের জানান। তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বৈঠকের সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে ১৩ জুন। এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে। তবে এখনও পর্যন্ত সরকার বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেওয়া হয়নি।

ইউনুসের চারদিনের লন্ডন সফরের মাঝে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনজি তথা ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিক। তাঁর বিরুদ্ধে জমি দুর্নীতি মামলায় তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুদক। তবে টিউলিপের দাবি, এ বিষয়ে তাঁর সঙ্গে কখনওই কোনও যোগাযোগ করেননি তদন্তকারীরা। আর সেই কারণেই ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সবটা স্পষ্ট করতে চান। এনিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠিও দিয়েছিলেন তিনি। যদিও অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছে, কোন চিঠি পায়নি।

সোমবার সন্ধ্যায় চারদিনের সরকারি সফরে ব্রিটেন গিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাঁর প্রেস উইং জানিয়েছে, এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের সঙ্গে ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি, পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। আগামী ১৪ জুন ইউনুসের দেশে ফেরার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement