Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

চলতি বছরে নয়, কবে ভোট বাংলাদেশে? দিনক্ষণ জানালেন ইউনুস

বকরি ইদের শুভেচ্ছা জানাতে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে বড় ঘোষণা বাংলাদেশের অন্তর্বর্তী উপদেষ্টার।

Muhammad Yunus announces date of General Election in Bangladesh
Published by: Sucheta Sengupta
  • Posted:June 6, 2025 7:45 pm
  • Updated:June 6, 2025 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর বাংলাদেশে হচ্ছে না সাধারণ নির্বাচন। আগামী বছরেই তা হবে। শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জানালেন, ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধ্বে নির্বাচন হবে। তাঁর কথায়, ”দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনটি কাজের দায়িত্ব নেওয়া  হয়েছিল – সংস্কার, বিচার, নির্বাচন। সেসব কাজ শেষের পরই নির্বাচন হতে পারবে।  এবিষয়ে দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন।” ইউনুসের এই ঘোষণা ওয়াকিবহাল মহলের মত, ভোট নিয়ে বিএনপি, জামাত-সহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মুখেও বিশেষ নত হল না অন্তর্বর্তী সরকার। চলতি বছর ভোট না হয়ে তা পরের বছর পর্যন্ত বিলম্বিত করাই এর যথেষ্ট প্রমাণ।  

শুক্রবার সন্ধ্যায়, বকরি ইদের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে ইউনুস বলেন, ”আগামী নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠ। দেশের ইতিহাস তা মনে রাখবে।” ২০২৪ সালে বাংলাদেশে জুলাই বিপ্লব অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাঁদের মৃত্যু হয়েছে, সেসব ‘শহিদ’দের জন্য কিছু করে যেতে চায় ইউনুস সরকার। ‘জুলাই সনদ’ তৈরির মধ্যে দিয়ে তা হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাঁর কথায়, ‘‘জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কারের কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আশা করি, অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে।’’

এদিন জাতির উদ্দেশে ভাষণে তিনি আরও বলেন, ”আমরা এমন নির্বাচন চাই যা দেখে জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই, আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক।” দেশে ইতিমধ্যে এতদিনকার ক্ষমতাসীন দল আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। মনে করা হচ্ছে, আওয়ামি লিগের নির্বাচনী লড়াই থেকে এভাবে অপসারিত হয়ে যাওয়া বিএনপি-কে সুবিধা পাইয়ে দেবে। এখন দেখার, ইউনুসের ঘোষণার পর কতটা সুষ্ঠুভাবে ভোট হয় বাংলাদেশে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement