ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ইসলাম সম্প্রদায়ের অন্যতম পবিত্র উৎসব ইদ-উল-আজহা বা বকরি ইদ। চাঁদের অবস্থান অনুযায়ী গোটা বিশ্বে পালিত হবে বকরি ইদ। সেই উপলক্ষে আগের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। শুক্রবার দুপুরে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন। জানা গিয়েছে, ইউনুসের ভাষণ সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশন, রেডিওতে। বকরি ইদ উপলক্ষে কী বার্তা দেবেন প্রধান, সেদিকে নজর সকলের।
এর আগে পবিত্র ইদ-উল-ফিতরের সময়ে দেশবাসীকে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিলেন মহম্মদ ইউনুস। যে সময় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রায় তুঙ্গে উঠেছিল, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বের দরবারে নিন্দার মুখে পড়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, তেমন সময়েই দেশে সম্প্রীতির বার্তা শোনা গিয়েছিল ইউনুসের গলায়। তা নিয়ে কম সমালোচনাও হয়নি। ইউনুসের বার্তার পরও অবশ্য হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা কিছু কমেনি।
এবার ফের বকরি ইদের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মহম্মদ ইউনুস। প্রেস সচিব শফিকুল জানিয়েছেন, সন্ধ্যা ৭টা নাগাদ ইউনুসের ভাষণ সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশন ও বেতারে। বকরি ইদ উপলক্ষে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসীকে কিছু বার্তা দিতে চান বলে জানা গিয়েছে। এই মুহূর্তে দেশে সাধারণ নির্বাচন করানো নিয়ে ইউনুস সরকারের উপর চাপ প্রবল। বিরোধী দলগুলি তো বটেই, বাংলাদেশের নির্বাচন কমিশনও ভোটের সময়সীমা বেঁধে দিয়েছে। এই পরিস্থিতিতে বকরি ইদের প্রাক্কালে ইউনুস কী বার্তা দেন, সেদিকে অবশ্যই নজর থাকবে দেশবাসীর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.