Advertisement
Advertisement

Breaking News

ঢাকার পাক হাই কমিশনে সন্ত্রাসী ছক, নিশানায় পশ্চিমবঙ্গ!   

হামলার জন্য বেছে নেওয়া হয়েছে ১০০ জন আত্মঘাতী জঙ্গিকে৷

Pak High Commission in Dhaka a terror hub, West Bengal in radar
Published by: Monishankar Choudhury
  • Posted:October 12, 2018 12:37 pm
  • Updated:October 12, 2018 12:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকার পাক হাই কমিশনে চলছে সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্র৷ তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গকে রক্তাক্ত করার ছক৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য৷

[খালেদা পুত্রের ফাঁসির দাবিতে আদালতে যাচ্ছে হাসিনা সরকার]

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পেশ করা একটি রিপোর্টের মতে, ভারতবিরোধী জঙ্গি কার্যকলাপের আখড়া হয়ে উঠেছে বাংলাদেশের মাটি৷ ঢাকার পাক হাই কমিশন থেকেই পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে হামলা চালানোর ব্লু-প্রিন্ট তৈরি করা হচ্ছে৷ শুধু তাই নয়, বাংলাদেশেও নাশকতা চালানোর তোড়জোড় চলছে পাক হাই কমিশন থেকেই৷ ভারতীয় গোয়েন্দাদের মতে, ঢাকার হাই কমিশনে বাংলাদেশি জেহাদি সংগঠনগুলির সঙ্গে একাধিক বৈঠক করা হয়৷ বৈঠকে যোগ দিয়েছিলেন  পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের একাধিক শীর্ষকর্তা৷ কীভাবে ভারত ও বাংলাদেশে নাশকতা চালানো যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা চালানো হয় ওই বৈঠকে৷ বিশেষজ্ঞদের মতে, সেই কারণেই পাক কূটনীতিবিদদের উপর বেজায় চটেছে ঢাকা৷

Advertisement

গোয়েন্দা সূত্রে খবর, পাক হাই কমিশনে জেএমবি-সহ একাধিক জঙ্গি সংগঠনের পাণ্ডাদের যাতায়াত রয়েছে৷ হামলার জন্য বেছে নেওয়া হয়েছে ১০০ জন আত্মঘাতী জঙ্গিকে৷ তাদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান৷ ট্রেনিংয়ের শেষে ভারত ও বাংলাদেশে হামলার জন্য পাঠানো হবে ওই জেহাদিদের৷ বাংলাদেশের গোয়েন্দারাও পাক ষড়যন্ত্রের আঁচ পেয়েছে৷  কয়েকদিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাঁর অভিযোগ, পাক হাই কমিশন আইএসএইয়ের আখড়া হয়ে উঠেছে৷ আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের নির্বাচনও ভণ্ডুল করার চেষ্টা চালাতে পারে জঙ্গিরা৷ গোয়েন্দাদের মতে এই কাজের জন্য ৩০০ জঙ্গিকে নিয়োগ করেছে আইএসআই৷

উল্লেখ্য, কয়েকদিন আগে একটি রিপোর্টে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় হচ্ছে জঙ্গিরা৷ বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে মাথাচাড়া দিয়ে উঠেছে নিষিদ্ধ জেহাদি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। প্রসঙ্গত, ক্ষমতায় এসেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া অভিযানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ঢাকা. সিলেট, চট্টগ্রাম-সহ একাধিক জেলায় একের পর এক অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা৷ নিকেশ হয় বহু জঙ্গি৷ তবে ফের তারা সক্রিয় হয়ে উঠেছে৷ সব মিলিয়ে এহেন খবরে অশনিসংকেত দেখছে দিল্লি ও ঢাকা৷

[বানচাল চট্টগ্রাম আদালতে হামলার ছক, সংঘর্ষে নিকেশ দুই জঙ্গি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ