Advertisement
Advertisement
Bangladesh

বাংলাদেশে প্রযোজক সেলিম খানকে পিটিয়ে খুন, নিহত অভিনেতা পুত্র শান্ত খানও

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

Shapla Media owner Selim Khan, son killed my Mob in Bangladesh
Published by: Paramita Paul
  • Posted:August 5, 2024 11:55 pm
  • Updated:August 6, 2024 12:12 am

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ যেন মৃত্যুপুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিলেও থামছে না হিংসা। থেকে থেকেই জ্বলে উঠছে আগুন। দেশজুড়ে আক্রান্ত আওয়ামি লিগের কর্মী-সমর্থক তথা নেতারা। এবার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। টলিউডেও যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। জানা গিয়েছে, সোমবার এলাকা ছেড়ে থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে তাঁদের ঘেরাও করে জনতা। সেখানে গুলি চালিয়ে প্রাণ বাঁচাতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে মারমুখী ভিড়ের মুখোমুখি হন তাঁরা। সেখানেই পিটিয়ে খুন করা হয় সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খানকে।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে মোদি-জয়শংকর জরুরি বৈঠক, বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কী বললেন রাহুল?]

উল্লেখ্য, দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে সেলিম খানের বিরুদ্ধে। শেখ হাসিনার আওয়ামি লিগ সরকারের আমলে নাকি চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলে কোটি কোটি টাকার মালিক হন। জেলও খেটেছেন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়ার সত্বাধিকারী ছিলেন সেলিম খান। তাঁর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই-তে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান।

Advertisement

[আরও পড়ুন: ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা, ‘আগস্ট-বিপ্লবে’ই দেশ ছাড়লেন মুজিবকন্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ