Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

বাংলাদেশের টাকা থেকে সরল বঙ্গবন্ধুর ছবি, মৌলবাদের সামনে মাথানত ইউনুসের

বাংলাদেশি টাকায় থাকছে সেখানকার স্থাপত্য, ঐতিহাসিক স্থান ও প্রকৃতির ছবি।

Sheikh Mujibur remove from Bangladesh banknote
Published by: Amit Kumar Das
  • Posted:June 2, 2025 12:21 pm
  • Updated:June 2, 2025 12:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ইতিহাস মুছতে আরও একধাপ এগোলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মৌলবাদীদের দাবির কাছে মাথানত করে বাংলাদেশের টাকা থেকে সরানো হল জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই নোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কেন ৭১-এর ইতিহাস মুছতে এত মরিয়া ইউনুস?

রবিবার ব্যাঙ্কের তরফে আনুষ্ঠানিকভাবে এই নোট বাজারে ছাড়ার পর বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “নতুন সিরিজের এই নোটে কোনও মানুষের ছবি থাকছে না। এতে রাখা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের স্থাপত্য, ঐতিহাসিক স্থান ও প্রকৃতির ছবি।” মোট তিনটি নোট প্রকাশ্যে আনা হয়েছে ব্যাঙ্কের তরফে এগুলি হল, ২০, ৫০ ও ১০০০ টাকা। যেখানে ২০ টাকার নোটে রয়েছে হিন্দু মন্দিরের ছবি, ৫০ টাকায় মুসলিম স্থাপত্য ও ১০০০ টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি। ধাপে ধাপে পরবর্তী নোটগুলির ডিজাইনও বদল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের টাকায় জায়গা পেয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। তবে গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী মুজিবকন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি ভারতে আশ্রয় নিলে বাংলাদেশের গদিতে উপদেষ্টা সরকারের প্রধান হিসেবে বসানো হয় মহম্মদ ইউনুসকে। অন্যদিকে মৌলবাদের দল দেশজুড়ে সক্রিয় হয়ে ওঠে ৭১-এর ইতিহাস মুছতে। মুক্তিযুদ্ধ সম্পর্কিত স্থাপত্যের নামবদল, মুজিবের মূর্তি ও স্মৃতিবিজড়িত স্থানে চলতে থাকে বুলডোজার ও অগ্নিসংযোগ। তখনই টাকা থেকে মুজিবের ছবি সরানোর দাবি তুলেছিল মৌলবাদীরা। সেই দাবি মেনে চলতে থাকে প্রক্রিয়া। অবশেষে নোট বদল করল ইউনুসের সরকার।

তবে ইউনুসের এই তৎপরতায় ক্ষুব্ধ বাংলাদেশের একটা বড় অংশ। অভিযোগ উঠছে, উপদেষ্টা সরকার সরিয়ে নির্বাচনের দাবি উঠতে শুরু করেছে। যদিও ইউনুস চান নির্বাচন ছাড়াই আরও বেশি সময় ক্ষমতার স্বাদ নিতে। তাই মৌলবাদীদের প্রশ্রয় দেওয়াই এখন সহজ পথ হয়ে উঠেছে ইউনুসের কাছে। সেই লক্ষ্যেই চলছে একের পর এক তৎপরতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement