Advertisement
Advertisement

Breaking News

কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে গ্রেপ্তার আরও ২, এখনও অধরা মূল অভিযুক্ত

ধৃতের মধ্যে একজনের নাম আছে এফআইআরে।

2 more arrest in MLA murder case
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 15, 2019 11:59 am
  • Updated:February 15, 2019 12:03 pm

বিপ্লবচন্দ্র দত্ত, নদিয়া: বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও দু’জন। ধৃতের মধ্যে একজনের নাম এফআইআরে আছে। নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ককে খুনের অভিযোগে আগেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, তাদের জেরা করে আরও দু’জনের সন্ধান পাওয়া গিয়েছে। এই নিয়ে বিধায়ক খুনে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল চার। তবে মূল অভিযুক্ত এখনও ফেরার।

[ অগ্নিকাণ্ডের পর তিনদিন পার, ঘোলার কারখানা থেকে উদ্ধার দেহাংশ]

Advertisement

গত শনিবার নদিয়ার মাজদিয়া-ফুলবাড়ি এলাকার নিজের পাড়াতেই খুন হন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সরস্বতী পুজোর অনুষ্ঠান মঞ্চে খুব কাছ থেকে তাঁকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এলাকায় জনপ্রতিনিধি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সত্যজিৎ। যেকোনও অনুষ্ঠানে ডাকলেই তাঁকে পাওয়া যেত। বিধায়ককে খুনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, বিধায়ক হওয়ার সুবাদে এক নিরাপত্তারক্ষী পেতেন সত্যজিৎ বিশ্বাস। কিন্তু, ঘটনার দিন ছুটি নিয়েছিলেন তিনি। নিরাপত্তারক্ষী ছাড়াই ফুলবাড়ি-মাজদিয়া এলাকায় সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন শাসকদলের বিধায়ক। প্রত্যক্ষদর্শীরা আবার জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন এলাকায় ১০ থেকে ১২ বার লোডশেডিং হয় এবং অন্ধকারের সুযোগ নিয়ে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কর্তব্যে গাফিলতির অভিযোগে হাঁসখালি থানার ওসি ও বিধায়কের নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করে প্রশাসন। গ্রেপ্তার করা হয়েছে সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল নামে দুই অভিযুক্তকে।

Advertisement

গত মঙ্গলবার ফুলবাড়ি-মাজদিয়া এলাকায় যেখানে বিধায়ককে খুন করা হয়েছে, তার অদূরে অভিযুক্ত সুজিত মণ্ডলের বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। চলে ভাঙচুর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুজিতের বাড়ি থেকে মোবাইল, সিমকার্ড ও ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে। ধৃত সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডলকে জেরা করে বিধায়ক খুনে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতেরা হল নির্মল ঘোষ ও কালিপদ মণ্ডল। নির্মলের বাড়ি হাঁসখালি থানার মদনা গ্রামে আর কালিদাসের হাঁসখালিরই দক্ষিণপাড়ায়। পুলিশ জানিয়েছে, বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় যে এফআইআর করা হয়েছে, তাতে কালিদাসের নাম আছে। খুনের পর অবশ্য কালিদাস ও নির্মল দু’জনেই পালিয়ে গিয়েছিল।

ছবি: সুজিত মণ্ডল

[বর্ধমানে সিভিক ভলান্টিয়ার খুনের কিনারা, গ্রেপ্তার মৃতের কাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ