Advertisement
Advertisement

Breaking News

শিশুকে মারধর

৪ বছরের শিশুকে অকথ্য অত্যাচার, কাঠগড়ায় মা ও সৎ বাবা

বালুরঘাটের এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়৷

A girl child allegedly beaten by her parents at Balurghat

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:May 22, 2019 8:12 pm
  • Updated:May 22, 2019 8:12 pm

রাজা দাস, বালুরঘাট:  বালুরঘাটের চার বছরের শিশুকন্যাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মা ও সৎ বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মাকে ডেকে সতর্ক করার পাশাপাশি শিশুটির উপর কড়া নজরদারি চালাচ্ছেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা৷ এই ঘটনায় সোশ্যাল মিডিয়াতে উঠেছে প্রতিবাদের ঝড়৷

[ আরও পড়ুন: ‘গদ্দারদের দল থেকে তাড়ানো হবে’, ফেসবুক পোস্টে হুমকি রবীন্দ্রনাথ ঘোষের]

বিহারের বাসিন্দা এক মহিলার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ ওই মহিলার আগের পক্ষের এক কন্যাসন্তানও রয়েছে৷ পেশায় লরিচালক এক ব্যক্তিকে ফের বিয়ে করেন তিনি৷ মাসপাঁচেক আগে বিহার থেকে বালুরঘাটের মল্লিকপুরে এসে বসবাস শুরু করেন ওই দম্পতি। অভিযোগ, মা এবং সৎ বাবা মিলে বছর চারেকের ওই শিশুর উপর নির্মম অত্যাচার করেন৷ প্রতিবেশীরা বাধ্য হয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন৷ ওই সংস্থার প্রতিনিধিরাই মল্লিকপুরে যান৷ ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন,  শিশুটির শরীরে আঘাতের চিহ্নে ভরা৷ কোথাও পুড়ে গিয়েছে আবার কোথাও বা কেটে গিয়েছে৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা৷ ছবিটি নিমেষেই ভাইরাল হয়ে যায়৷ প্রায় সঙ্গে সঙ্গেই ওঠে প্রতিবাদের ঝড়৷

Advertisement

[ আরও পড়ুন: সাইকেলের সঙ্গে মোবাইলের লড়াই, ছোটদের জন্য অন্য ভোট ময়নাগুড়িতে]

প্রতিবেশীরা এরপর বালুরঘাটের চাইল্ড লাইনে ফোন করে অত্যাচারের বিষয়টি জানান৷ চাইল্ড লাইনের তরফে যোগাযোগ করা হয় পতিরাম পুলিশ ফাঁড়িতে৷ পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা রাতেই শিশুটিকে উদ্ধার করে৷ বুধবার একরত্তিকে নিজেদের হেফাজতেও নেন তাঁরা৷ তবে খুদের উদ্ধারের সময় তার সৎ বাবাকে দেখা যায়নি৷ মাকে সতর্ক করার পাশাপাশি শিশুর যত্ন নিতে নির্দেশ দিয়েছে চাইল্ড লাইন৷ এই কমিটির সদস্য সুরোজ দাস বলেন, ‘‘অভিযুক্ত মা শিকার করেছেন খুদে খুব দুরন্ত হওয়ায় তাকে তিনি মারধর করেছেন৷ আর অত্যাচার করবেন না এই শর্তে সন্তানকে আপাতত ফিরিয়ে দেওয়া হয়েছে৷’’ তবে শিশুর উপর নজরদারি চালানো হচ্ছে৷ অত্যাচার করা হলে অভিযুক্ত মা-বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে চাইল্ড লাইন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ