Advertisement
Advertisement

Breaking News

তেহট্ট

সামান্য বচসার জেরে যুবককে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত

ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্তের পরিবারের সদস্যরাও।

A man allegedly murdered by a youth in Nadia's Tehatta
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 16, 2019 1:21 pm
  • Updated:November 16, 2019 1:23 pm

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: সামান্য বচসার জেরে যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার তেহট্টের নাটনা গ্রামে। মৃতের নাম পরিতোষ বৈরাগ্য। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের সদস্যরা। ঘটনার পর বেশ কিছুক্ষণ কেটে গেলেও এখনও থমথমে এলাকা।

নদিয়ার তেহট্ট থানার নাটনা গ্রামের বাসিন্দা বছর ছত্রিশের পরিতোষ বৈরাগ্য। শুক্রবার সন্ধেয় এলাকারই বাসিন্দা শিবু ঘোষ নামে এক যুবকের সঙ্গে বচসা হয় পরিতোষের। অভিযোগ, সেই সময় আচমকা ধারালো অস্ত্র নিয়ে পরিতোষের উপর চড়াও হয় শিবু। এলোপাথাড়ি কোপান হয় তাঁকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে পরিতোষ। স্থানীয়দের নজরে পড়তেই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

Advertisement

[আরও পড়ুন: হাসপাতালে ভরতি রবীন্দ্রনাথ ঘোষ, অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসকরা]

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দেহটি ময়নাতদন্তে পাঠানোর পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তবে ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত শিবু ও তাঁর পরিবারের সদস্যরা। এলাকা উত্তপ্ত হয়ে উঠতে পারে সেই আশঙ্কা করে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু কেন এই খুন? সূত্রের খবর, দু’জনই দু’জনকে গালিগালাজ করেছিলেন, তা থেকেই অশান্তির সূত্রপাত। সেই অশান্তির জেরেই এই খুন। কিন্তু আদৌ কি এই সামান্য কারণেই এই ঘটনা?  নাকি অন্য কোনও রহস্য রয়েছে গোটা ঘটনার পিছনে তা ভাবাচ্ছে তদন্তকারীদের। একইসঙ্গে ঘটনার পিছনে পুরনো বিবাদ থাকতে পারে এহেন আশঙ্কাও করছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত শিবু বদরাগী হিসেবে এলাকায় পরিচিত। কোনও সময়ই কাউকে পরোয়া করে না। 

Advertisement

[আরও পড়ুন: সহজ হচ্ছে পদ্ধতি, এবার ভরতুকিযুক্ত রেশন কার্ডের আবেদন করা যাবে অনলাইনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ