Advertisement
Advertisement

Breaking News

ধর্ষণের লজ্জায় বিষ খেয়ে আত্মঘাতী কিশোরী! অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে সরব পরিবার

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

A minor girl commits suicide after she is raped by neighbour

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 27, 2020 12:57 pm
  • Updated:January 27, 2020 2:31 pm

জ্যোতি চক্রবর্তী, বসিরহাট: ধর্ষণের অপমানে বিষ খেয়ে আত্মঘাতী কিশোরী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ঢোলটুকারি এলাকায়। ঘটনার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্ত। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা।

উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ঢোলকুটারি গ্রামের বাসিন্দা ওই কিশোরী অষ্টম শ্রেণির পড়ুয়া। জানা গিয়েছে, চলতি মাসের ২৩ তারিখ টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। অভিযোগ, সেই সময় হাসান সর্দার নামে প্রতিবেষী এক যুবক জোর করে তাকে তুলে নিয়ে যায়। পরিত্যক্ত এলাকায় ওই ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্তরা। স্থানীয়রা বিষয়টি জানতে পারলে লাঞ্ছনা সইতে হবে, ঘটনার পর বাড়ি ফিরে এই আতঙ্কে বিষ খায় নির্যাতিতা। পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে ভরতি করে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে আরজি হাসপাতালে পাঠানো। সেখানেই চিকিৎসা চলচিল নির্যাতিতার। সোমবার ভোররাতে হাসপাতালেই মৃত্যু হয় ছাত্রীর।

Advertisement

[আরও পড়ুন: ‘গুলি’ মন্তব্যে বিপাকে বিজেপি নেতা, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের]

ছাত্রীর মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। অভিযুক্তের কঠোর তম শাস্তির দাবি জানান তাঁরা। সূত্রের খবর, ঘটনাটি প্রকাশ্যে আসার পরই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবারের সদস্যরা। কিন্তু এখনও হদিশ মেলেনি তাঁর। এই ঘটনা প্রসঙ্গে এক মনস্তত্ববিদ বলেন, “এই ধরনের ঘটনার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই নির্যাতিতাকে বিভিন্ন ভাবে দোষী প্রমাণিত করার চেষ্টা করা হয়। প্রতিবেশীদের মধ্যে নির্যাতিতাকে এক ধরে করে দেওয়ার প্রবণতা থাকে। সেই আতঙ্ক-লজ্জায় এই পদক্ষেপ নিয়েছে ওই কিশোরী।” কেন একের পর এক এহেন ঘটনা, এর শেষ কোথায় তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। 

Advertisement

[আরও পড়ুন: পিকনিকে যাওয়ার তাড়া, তড়িঘড়ি পতাকা নামিয়ে বিতর্কের মুখে শিক্ষকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ