Advertisement
Advertisement

Breaking News

অন্তঃসত্ত্বা

গালিগালাজের প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, কাঠগড়ায় পড়শিরা

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূ।

A pregnant woman beaten up by goons in canning area
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 7, 2019 1:29 pm
  • Updated:December 7, 2019 4:22 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: গালিগালাজের প্রতিবাদ করায় চার মাসের অন্তঃসত্ত্বাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের উত্তর করাকাটি গ্রামে। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। জানা গিয়েছে, এদিন রাতে ক্যানিংয়ের উত্তর করাকাটি গ্রামে স্নেহলতা হালদার নামে ওই বধূর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল প্রতিবেশী কয়েকজন যুবক। সেখানে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল তারা। এই ঘটনার প্রতিবাদ করেন স্নেহলতা নামে ওই মহিলা। অভিযোগ, এরপরই অন্তঃসত্ত্বা ওই বধূর উপর চড়াও হয় অভিযুক্ত যুবকেরা। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাঁকে। এলোপাথাড়ি লাথি মারা হয় তাঁর পেটে। বিষয়টি টের পেয়ে মহিলাকে বাঁচাতে গেলে আক্রমণ করা হয় তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও। স্বাভাবিকভাবেই মারধরের জেরে অসুস্থ হয়ে পড়েন ওই বধূ। গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন স্নেহলতাদেবী। 

Advertisement

[আরও পড়ুন: নিরাপদ নয় এরাজ্যও! ডায়মন্ড হারবারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে]

হাসপাতাল সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ওই মহিলা। চিকিৎসা চলছে। পরিবারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, আক্রান্তের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অবিলম্বেই অভিযু্ক্তদের গ্রেপ্তার করা হবে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার বাসিন্দারাও। 

Advertisement

[আরও পড়ুন:  গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মুর্শিদাবাদে মৃত্যু শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ