সুব্রত বিশ্বাস: সরাইঘাট এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির বানর। ট্রেনে বানর পাচারের বড়সড় চক্রের সন্ধানে নামছে বনদপ্তর।
[ খনিতে ধস নেমে মৃত দুই শ্রমিক, দেহ আটকে ১২ ঘণ্টা বিক্ষোভ সহকর্মীদের ]
রবিবার বিকেলে ওই ট্রেনের যাত্রীবাহী কামরা থেকে বানরগুলি উদ্ধার হয়। একটি প্লাস্টিকের বাক্সে দুটি বিরল প্রজাতির বানর দেখতে পান কর্তব্যরত আরপিএফ কনস্টেবল এস নাথ। পুলিশ যখন বাক্সগুলি তল্লাশি করছিল, সেই সময় পাচারকারী পালিয়ে যায়। বানর দুটিকে উদ্ধার করে বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে।
[ তোলাবাজির প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে পোস্টার তৃণমূলের, চাঞ্চল্য বালুরঘাটে ]
অভিযোগ, বানর পাচারে সাহায্য করে আরপিএফ কর্মীদের একাংশ। এদিনও এক এসআই এই বানরগুলি ছেড়ে দেওয়ার জন্য জন্য কনস্টেবল এস নাথকে চাপ দেন বলে অভিযোগ। ওই এস আই আগে পার্সেল পোস্টে ছিলেন। এখন তিনি নর্থে পোস্টেড রয়েছেন। তবুও খবর পেয়ে তথাকথিক কাজে যাতে ব্যঘাত না ঘটে, তার দেখভাল করতে ছুটে আসেন। তবে ওই এসআই এখন বনদপ্তরের নজরে রয়েছেন। শুরু হয়েছে তদন্ত। তাঁর গতিবিধি খতিয়ে দেখছে বনদপ্তরের অফিসাররা।
[ সহ্যের অতীত, ছেলে কর্ণকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন বৃদ্ধ বাবা ]