Advertisement
Advertisement

Breaking News

NRC

নাগরিকত্ব আইনের প্রতিবাদে নিজের পেটে এলোপাথাড়ি কোপ, চিকিৎসাধীন যুবক

NRC আতঙ্কে আগে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে রাজ্যে।

A youth commits suicide in east midnapore in fear of NRC on thursday

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 16, 2020 4:39 pm
  • Updated:January 16, 2020 4:45 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানাতে এবার নিজের পেটে মোট আঠাশবার ধারালো অস্ত্রের কোপ মারলেন এক যুবক। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসন্তিয়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা ওই যুবকের নাম তাহিরুদ্দিন শেখ (৩৪)। গত কয়েকদিন ধরেই এলাকায় এনআরসি ও সিএএ নিয়ে একাধিক প্রতিবাদ মিছিলে যোগ দেন তিনি। নাগরিকত্ব আইন নিয়ে কার্যত ‘হতাশায়’ ভুগছিলেন ওই যুবক। ভবিষ্যত নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। বন্ধু বান্ধব থেকে প্রতিবেশী অনেকের সঙ্গেই এনআরসি নিয়ে আলোচনা করতেন। পরিবারসূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে পেটে মোট আঠাশবার কোপ মারেন তিনি। রক্তাক্ত অবস্থায় তিনি ঘরে লুটিয়ে পড়তেই বিষয়টি সকলের নজরে পড়ে। এরপরই তড়িঘড়ি ওই যুবককে কাঁথি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে কলকাতায় পাঠিয়ে দেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক।

Advertisement

[আরও পড়ুন: মাদ্রাসার নির্বাচন ঘিরে দ্বন্দ্ব, বিজেপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল]

এই ঘটনা প্রসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী জানান, “এক যুবক ধারালো অস্ত্র দিয়ে নিজের পেটে কোপ মেরেছে। সম্ভবত এনআরসির প্রতিবাদেই ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার তদন্ত চলছে।” প্রসঙ্গত, এনআরসি আতঙ্কে এর আগে একাধিক মৃত্যর ঘটনাও ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে কাগজপত্রে ভুল রয়েছে। অথবা প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাই এনআরসি হলে কী হবে সেই আতঙ্কেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে কেউ কেউ। ভবিষ্যৎ কী হবে সেই দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বলাই বাহুল্য কাঁথির ঘটনা তাঁর ব্যতিক্রম নয়। নাগরিকত্ব আইন নিয়ে মানুষের মনে ভুল ধারনা তৈরি হচ্ছে, দীর্ঘদিন ধরেই এমনটা দাবি করছেন বিজেপি নেতৃত্বরা। বাড়ি বাড়ি গিয়ে সকলকে এই আইন সম্পর্কে বোঝানোও শুরু করেছেন বিজেপির নেতা-কর্মীরা। কিন্তু তা সত্ত্বেও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ