Advertisement
Advertisement

Breaking News

হাই কোর্ট

‘পুলিশ-শাসকদল একসঙ্গে কাজ করেছে’, বনগাঁয় আস্থা ভোট ইস্যুতে মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির

বৃহস্পতিবার নতুন করে বিজেপিকে পিটিশন দায়ের করার নির্দেশ দিলেন বিচারপতি৷

Administration and police works together in Bongaon: High Court
Published by: Tanujit Das
  • Posted:July 17, 2019 3:51 pm
  • Updated:July 17, 2019 10:19 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ‘‘পুলিশ ও শাসকদল একসঙ্গে কাজ করেছে৷ নিময়মাফিক কাজের নির্দেশ দিয়েছিলাম৷ চেয়ারম্যান অনাস্থা আনতেই দেননি৷’’ হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মঙ্গলবার বনগাঁ পুরসভার আস্থা ভোটে যে নজিরবিহীন বেনিয়ম হয়, সেই প্রসঙ্গে বুধবার এমনই মন্তব্য করলেন ক্ষুব্ধ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ নির্দেশ দিলেন, বৃহস্পতিবার নতুন করে পিটিশন দায়ের করতে পারবে বিজেপি৷

[ আরও পড়ুন: দেশে ফিরলেন ৫১৬ জন মৎস্যজীবী, ফের নিষেধাজ্ঞা উপেক্ষা করলে কড়া শাস্তির হুঁশিয়ারি]

Advertisement

সূত্রের খবর, মঙ্গলবারের ঘটনার বর্ণনা দিয়ে এদিন হাই কোর্টে সওয়াল করেন বিজেপির আইনজীবী৷ সমস্ত খবরের কাগজের কাটিং দেখিয়ে তিনি অভিযোগ করেন, হাই কোর্টের পূর্ববর্তী নির্দেশ না মেনেই, মঙ্গলবার বনগাঁ পুরসভার অনুষ্ঠিত হয়েছে আস্থা ভোট৷ গেরুয়া শিবিরের কাউন্সিলরদের সময় মতো ঢুকতে দেওয়া হয়নি৷ দুই কাউন্সিলরের গ্রেপ্তারির উপর হাই কোর্ট স্থগিতাদেশ দিলেও, তাঁদের যথা সময়ে আস্থা ভোটে অংশগ্রহণ করতে দেয়নি পুলিশ৷ ভোট গ্রহণে বেনিয়ম হয়েছে৷ পুলিশ ও প্রশাসন শাসকদলের হয়ে কাজ করেছে৷ আদালত সূত্রে খবর, বিজেপির আইনজীবীর সমস্ত বক্তব্য শোনেন বিচারপতি৷ এরপরই তিনি জানান, বৃহস্পতিবার নতুন করে পিটিশন দায়ের করতে হবে বিজেপিকে৷ একদিকে বিজেপি যখন হাই কোর্টের দ্বারস্থ হয়েছে, তখন ভাইস চেয়ারপার্সন কৃষ্ণা রায়-সহ তাঁর পক্ষের ৯ কাউন্সিলরকে নিয়ে বুধবার বনগাঁ পুরসভায় যান চেয়ারম্যান শংকর আঢ্য৷ তাঁদের সঙ্গেই এদিন পুরসভায় যান কংগ্রেস কাউন্সিলর সাধন দাসও৷ শংকর আঢ্য জানান, ‘‘প্রায় দু’মাস ধরে পুরসভার কাজকর্ম হচ্ছে না৷ সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে৷ আমি বলব, মানুষের পরিষেবা স্বাভাবিক করতে, সব কাউন্সিলরদের পুরসভায় আসা উচিত৷’’

Advertisement

এখানেই শেষ নয়, বুধবার বিজেপির হাই কোর্টে যাওয়ার প্রসঙ্গেও মুখ খোলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান৷ তিনি জানান, ‘‘হাই কোর্ট সবার, যে কেউ যেতে পারে৷ আদালত যা রায় দেবে, মাথা পেতে নেব৷’’ চেয়ারম্যানের বিরোধিতা করে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘‘গতকাল গণতন্ত্রকে হত্যা করা হয়েছে৷ আজকেও গণতন্ত্রকে হত্যা করে চেয়ারম্যান পুরসভায় গিয়েছে৷ আমরা আজকে হাই কোর্টে ঘটনার সমস্ত বিষয়টি জানিয়েছি৷ বিচারক সব শুনেছেন৷ আগামিকাল আমাদের পিটিশন জমা হবে৷’’

[ আরও পড়ুন: হাওড়ার ধূলাগড়ে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি ও কন্টেনারের সংঘর্ষে মৃত ৪ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ