Advertisement
Advertisement

Breaking News

বীরভূমে ‘পাঁচন’ বিলি শুরু অনুব্রতর, কটাক্ষ বিজেপির

পাঁচন অনুব্রতর দিকেই না ফিরে আসে, কটাক্ষ বিজেপি নেতার।

Anubrata Mandal distributes 'Panchan'
Published by: Subhamay Mandal
  • Posted:December 15, 2018 8:17 pm
  • Updated:August 7, 2021 12:45 pm

নন্দন দত্ত, সিউড়ি: লোকসভার নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা এখনও ঢের দেরি। তার আগেই পাঁচন বিলি শুরু হল বীরভূমে। এক হাতে পাঁচন। একহাতে ছোট লাঙল। ময়ূরেশ্বরের হাই স্কুলের মাঠে দাঁড়িয়ে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বললেন, আজ শুরু হল নানুরে। এবার ময়ূরেশ্বরে, রামপুরহাটে। একে একে ১৯টি ব্লকের বিলি হবে পাঁচন। বিজেপির বহিরাগত বিহারী নেতাদের জব্দ করতে শনিবার ঘোষণা করে দিলেন। জেলার উর্বর জমিতে কেমন চাষ হবে, নির্বাচনের ফল ঘোষণা হলেই তা বুঝতে পারবেন বলে জানান তৃণমূলের দাপুটে নেতা। অনুব্রতর এই পাঁচন বিলি নিয়ে বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, যে দল যাতে বশ হয়। অনুব্রতবাবু তাঁর দলের কর্মীদের পাঁচন দিয়ে চাষ করান। উনি ওতেই অভ্যস্ত।

দু’কোটি টাকা ব্যয়ে জেলার কীর্তন দলগুলিকে চার হাজার খোল এবং আট হাজার করতাল বিলি করা হয়েছে গত ৫ ডিসেম্বর। এবার জেলার সর্বত্র পাঁচন বিলির নির্দেশ দেওয়া হল। ময়ূরেশ্বরের হাই স্কুল মাঠে এদিন উপচে পড়া ভিড় ছিল। বিজেপির শক্ত ঘাঁটি ময়ূরেশ্বরে এত মানুষের সমাবেশ দেখে দলের-সহ সভাপতি অভিজিত রানা সিংহ বলেন, এখন ধান কাটার মরশুম, গ্রামে গ্রামে নবান্ন চলছে, সঙ্গে বিয়ের তোড়জোড়। তার মাঝে অনুব্রত মণ্ডলের ডাকে এত লোকের সমাবেশ প্রমাণ করে উনিশে বিজেপি ফিনিশ। বিজেপির শক্ত মাটি ময়ূরেশ্বরে দাঁড়িয়ে একে একে বিজেপির বিরুদ্ধে কামান দাগেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি-সহ অন্যান্য নেতারা। তবে পাঁচনের দাওয়াই কবে থেকে শুরু হবে জানতে চাইলে অনুব্রত বলেন, “পাঁচন বিলি শুরু হয়ে গিয়েছে। আর চাষে দেরি নাই। আজ নানুরে হল। পরে ময়ূরেশ্বর দিয়ে সর্বত্র হবে”। সভার মাঝে বাঁশের ছোট লাঠি দেখিয়ে বলেন, “এই পাঁচন বিলি করা হবে। পাঁচন দিয়েই উর্বর জমি চাষ করা হবে”। পাঁচন দিয়ে চাষ মানে যে লাঠি হাতে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকা গত পঞ্চায়েত নির্বাচনে তা স্পষ্ট করে দিয়েছে অনুব্রতর তৃণমূল বাহিনী। নির্বাচন এলেই কখনও চড়াম চড়াম ঢাক বাজান, কখনও ধামসা মাদল বাজানোর ইঙ্গিত দেন অনুব্রত মণ্ডল। আদতে যা পাঁচনের নামে বাঁশের টুকরো কেটে কর্মীদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে। তাই বিজেপি নেতাদের দাবি সন্ত্রাসই তৃণমূলের আসল অস্ত্র। রামকৃষ্ণ রায়ের দাবি, ”পঞ্চায়েতে যা হয়েছে হয়েছে এবার লোকসভায় তা হবে না। সন্ত্রাসের মোকাবিলা করার জন্য জনগণ প্রস্তুত। বিজেপি কর্মী-সমর্থকেরাও তৈরি রয়েছেন। ওই পাঁচন দেখিয়ে বিজেপিকে রোখা যাবে না। পাঁচন অনুব্রতবাবুর দিকেই যেন ফিরে না আসে সেটা দেখবেন”।

Advertisement

ছবি: সুশান্ত পাল

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ