Advertisement
Advertisement

Breaking News

ভাটপাড়া

‘চার ঘণ্টায় সামলে দেব’, উত্তপ্ত ভাটপাড়া নিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ অর্জুনের

এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রবিবার পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বারাকপুরের সাংসদ৷

Arjun Singh challenges State Police on Bhatpara issue
Published by: Tanujit Das
  • Posted:June 23, 2019 5:30 pm
  • Updated:June 23, 2019 5:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘প্রশাসন না পাড়লে আমাকে দায়িত্ব দিক৷’’ ভাটপাড়া কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে এমনই হুঁশিয়ারি দিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ প্রশাসনের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে এলাকার দোর্দণ্ডপ্রতাপ এই বিজেপি নেতার পালটা, ‘‘আমাকে চার ঘণ্টা সময় দিক, আমি পরিস্থিতি সামলে দেব৷’’

[ আরও পড়ুন: রাজনীতি নয়, পারিবারিক বিবাদের জেরে মাকে খুন! স্বীকারোক্তি অভিযুক্তের ]

Advertisement

দুই স্থানীয় যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এলাকার ১৭ বছরের বাসিন্দা রামবাবু সাউ, বছর চল্লিশের ধরমবীর সাউয়ের৷ এই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি৷

Advertisement

এমনকী, রবিবারও থমথমে রয়েছে ভাটপাড়া চত্বর৷ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে এদিন সকালেই স্থানীয় পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ সূত্রের খবর, বৈঠকে সকল পক্ষকে সবরকম ভাবে এলাকায় শান্তি ফেরানোর আবেদন জানানো হয়৷ এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে যাতে কোনওভাবে গুজব না ছড়ায়, সেই বিষয়েও নজর রাখতে বলা হয়৷

বারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে শনিবার থেকেই এরিয়া ডমিনেশনের কাজ শুরু করেন মনোজ ভার্মা৷ সাধারণ মানুষের মনোবল বাড়াতে উত্তেজনাপ্রবণ এলাকার বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন পুলিশ আধিকারিকরা৷ তিনি আশ্বাস দেন, সোমবার থেকে এলাকার স্কুল খুলে যাবে৷ এদিন কাঁকিনাড়া বাজার চত্বরে কয়েকটি দোকান খুলতে দেখা গিয়েছে৷ যা জনমানসে আতঙ্ক কাটার লক্ষ্মণ নেই বলেই মনে করা হচ্ছে৷ এমন পরিস্থিতিতে নতুন করে যাতে কোনও উত্তেজনা তৈরি না হয়, সেদিকেও নজর রাখছেন তাঁরা৷

[ আরও পড়ুন: চুঁচুড়ায় এলাকা দখল নিয়ে দুষ্কৃতীদের গুলির লড়াই, মৃত ১ ]

প্রসঙ্গত, শনিবারই ভাটপাড়ায় মৃত দুই ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেছে বিজেপির সংসদীয় দল৷ যে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া৷ এছাড়া প্রতিনিধি দলে ছিলেন বিজেপি সাংসদ সত্যপাল সিং ও বিডি রাম৷ দোষীদের চরম শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা৷ পাশাপাশি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ারও ঘোষণা করেছে গেরুয়া শিবির৷ এবং এই প্রতিনিধি দল এলাকা ছেড়ে বেড়িয়ে যেতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া৷ পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেন স্থানীয়রা৷ যাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ায় এলাকায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ