Advertisement
Advertisement

সাবেকিয়ানার মোড়কে সম্প্রীতির বার্তা নিয়ে হাজির বালুরঘাট অভিযাত্রী ক্লাব

হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, শিখ-সহ সব ধর্মের বার্তা মণ্ডপে তুলে ধরা হয়েছে।

Balurghat Avijatri Club preaches communal harmony in Durga Puja
Published by: Kumaresh Halder
  • Posted:October 14, 2018 8:30 pm
  • Updated:October 14, 2018 8:30 pm

রাজা দাস, বালুরঘাট: সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরতে অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুরের। বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম বালুরঘাট অভিযাত্রী ক্লাব৷ বরাবর শেরার শিরোপা পাওয়া এই ক্লাবের পুজো মণ্ডপটি এবছরও এগিয়ে৷ ৫৪তম বর্ষে সাম্প্রদায়িক হানাহানি বন্ধের থিম ফুটিয়ে তোলা হয়েছে৷ মণ্ডপের পাশাপাশি প্রতিমাতে থাকছে সাবেকিয়ানা৷ আজই দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে মণ্ডপ৷

[জানেন কেন, পঞ্চমীতে এই বাড়ির দেবীকে শিকলে বেঁধে রাখা হয়?]

পুজো উদ্যোক্তাদের দাবি, প্রায় ১৮ লক্ষ টাকা বাজেটে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুজো প্রাঙ্গণে। এবারেও অভিযাত্রী ক্লাবের পুজো ভাবনা দর্শনার্থীদের মন কাড়বে বলে আশা কর্তৃপক্ষের৷ ক্লাবের কর্মকর্তা বিপ্লব দেব বলেন, ‘‘দাঙ্গা, খুন, হানাহানি নয়, গড়ে তুলতে হবে সাম্প্রদায়িক ঐক্য৷ সেখানে থাকবে না কোন ভেদাভেদ৷ সম্প্রদায়ের নামে আর যেন এক ফোঁটাও রক্ত না ঝরে। সেই বার্তা নিয়েই এবারের পুজোয় হাজির বালুরঘাট অভিযাত্রী ক্লাব। পুজো মণ্ডপ জুড়ে থাকছে সম্প্রীতির বার্তা। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, শিখ-সহ সব ধর্মের খণ্ডচিত্র মণ্ডপে তুলে ধরা হয়েছে। মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে ফলের খোসা। যার কাজ ভেতর ও বাইরে থাকছে। এছাড়াও থাকছে সাবেকি প্রতিমা।’’

Advertisement

[জানেন কেন, পঞ্চমীতে এই বাড়ির দেবীকে শিকলে বেঁধে রাখা হয়?]

Advertisement

প্রতিমা ও মণ্ডপের কাজ করছেন বালুরঘাটের শিল্পীরাই। মণ্ডপের ভেতরে থাকছে বিশালাকার একটি ঝাড়বাতি। পুজোর কয়েকটা দিন থাকছে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। পঞ্চমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের পুজোর সূচনা হয়েছে। অন্যবারের মত এবারেও পুজো মণ্ডপ থেকে প্রতিমা দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে বলে আশা কর্তৃপক্ষের।

[এবার পুজোয় আপনিও দুর্গা কিংবা অসুর, জানেন কীভাবে?]

ছবি: রতন দে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ