Advertisement
Advertisement

Breaking News

ত্রিস্তরীয় পঞ্চায়েত হিসাবে রাজ্যের সেরা জেলার সম্মান ছিনিয়ে নিল বাঁকুড়া

২০১৮-১৯ আর্থিক বছরের নিরিখে এই সম্মান পেল বাঁকুড়া।

Bankura is the best district in the state as a three-tier panchayat system
Published by: Bishakha Pal
  • Posted:June 17, 2020 5:46 pm
  • Updated:June 17, 2020 5:46 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দেশে ত্রিস্তরীয় পঞ্চায়েত হিসাবে রাজ্যের সেরা জেলার সম্মান ছিনিয়ে নিল বাঁকুড়া। এছাড়াও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ২০২০ ‘দিনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরষ্কার’ সম্মানে এই রাজ্যের সেরা ব্লক পূর্ব মেদিনীপুরের দাসপুর-২ ও পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল। রাজ্যের সেরা গ্রাম পঞ্চায়েত উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর-২ এর বিলকান্দা-১, পুরুলিয়ার মানবাজার-১ এর জিতুজুরি ও দার্জিলিংয়ের মাটিগাড়া। সেরা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পুরুলিয়ার জিতুজুরি গ্রাম পঞ্চায়তকে প্রাকৃতিক সম্পদের উৎকর্ষ ব্যবহারের জন্যে সম্মানিত করা হচ্ছে।

[ আরও পড়ুন: ৫ বছরের মেয়েকে জড়িয়ে ধরা হল না, কফিনবন্দি হয়ে ফিরছেন লাদাখে শহিদ বাঙালি সেনা ]

কেন্দ্রীয় স্তরের এই সর্বোচ্চ সম্মান পেতে মোট এক হাজার নম্বরের পরীক্ষা দিতে হয় জেলা, ব্লক ও পঞ্চায়েতগুলিকে। সরকারি বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণ, নিজস্ব তহবিলের উপযুক্ত ব্যাবহার, অডিট, স্বচ্ছতা, একশো দিনের প্রকল্পে সম্পদ তৈরি, পেনশন বণ্টন ছাড়াও একাধিক মাপকাঠিকে সামনে রেখে বিস্তারিত নথি পর্যায়ক্রমে পরীক্ষা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা। প্রতিটি রাজ্য থেকে প্রতি বছর এই সম্মানের জন্যে ১ জেলা,২ টি ব্লক ও ৩ টি পঞ্চায়েতকে বেছে নেওয়া হয়। এই বছর ‘দিনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরষ্কার’ ২০২০ দেওয়া হচ্ছে ২০১৮-১৯ আর্থিক বছরের জন্যে। গোটা বছর ধরেই বিভিন্ন প্রকল্পের নথি পরীক্ষা নিরীক্ষা করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। দিল্লীতে এই সম্মান প্রাপকদের আর্থিক পুরষ্কার দেওয়া হবে খুব শীঘ্রই বলে জানা গেছে।

Advertisement

[ আরও পড়ুন: করোনা আক্রান্ত শিলিগুড়ি পুরনিগমের মুখ্য প্রশাসক অশোক ভট্টাচার্য, ভরতি হাসপাতালে ]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ